আমাদের কথা খুঁজে নিন

   

বন্দিনী রাজকন্যা..!

বর্ষার জলে ভিজতে গিয়ে মনে মনে মেঘ হয়ে যাই, দূর্বোধ্য নগরীর জানালায় চোখ ভিজিয়ে বর্ষা দেখি.. তবু এই আমার একচিলতে পৃথিবী-এখানেই মন হারাই, একহাতে বৃষ্টিকদম-আরেক হাত নীলচে জলে রাখি..। মনে পড়ে অনেক আগে আমার হাতে শ্রাবণের ফুল, মেঘলা বাতাসে মাটির গন্ধ- আমি বর্ষার অপেক্ষায়.. ঝড়ের মেঘে দুষ্ট প্রজাপতির মত উড়ছে খোলা চুল, অনন্তকাল যেন বসে থাকা সেই প্রিয় দোলনায়...। পুরোনো সেই দিনের মত এখনো আমি বর্ষা ভালবাসি, ব্যস্ততাকে দেই অবসর আকাশভাঙ্গা জলের ডাকে.. বর্ষা যেন শিশিরকণা- ঘাসফুল আমি ফিরে ফিরে আসি, হৃদয় আমার ঘুরেফিরে অনেক অনেক আগের ছবি আঁকে...॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।