জ্ঞানার্জনের জন্য সুদুর চীনেও যেতে বলা হয়েছিল আমাদের পবিত্র ইসলাম ধর্ম গ্রন্থে। আর চট্রগ্রাম গনজাগরন মঞ্চের সমাবেশ প্রতিরোধ এর হুমকি দেয়া ‘হেফাজতে ইসলাম’ এর উনারা একটু ব্লগ এবং ব্লগার কি তা নিয়ে জ্ঞানার্জন এর জন্য নুন্যতম চেষ্টা করবেন না!!!
একটু জানার চেষ্টা করলেই, উনাদের ভুল ভেঙ্গে যেতো। ব্লগার মাত্রই ধর্মপ্রান, এ কথাটা উনারা জানতেই পারতেন। কি আর করা? উনারা জানার চেষ্টা করবেন না। আল্লাহ উনাদের হেদায়েত দিক এই দোয়া করি।
হাজার হলেও তাদের উস্কানী দিচ্ছে যে স্বয়ং শয়তান। আমার কাছে তাই মনে হয়।
উনাদের ভুল ভাংগলে, আমরা পরিত্রান পাবো একটি প্রচ্ছন্ন হুমকি দেয়া অরাজকতা সৃষ্টীর পায়তারা থেকে। আমাদের সবারই, আমাদের পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে তাদের রাজনীতির মারপ্যাচ এর মোকাবেলা করা উচিত। তাদের রাজনৈতিক কার্যক্রমমুলক এ কর্মসুচী ও হুংকার সম্পর্কে, সমাজের সব পর্যায়ে জানানোর চেষ্টা করা উচিত।
যার পক্ষে যতটুকুন সম্ভব আমাদের পবিত্র ইসলাম ধর্ম থেকেই দৃষ্টান্ত এবং উদাহরন এবং যুক্তি দিয়ে সবাইকে বিশেষভাবে জানিয়ে দেয়া ছাড়া যে আর বিকল্প নেই বলেই আমার কাছে মনে হয়। পবিত্র ইসলাম ধর্ম সবসময় শান্তির কথা বলেছে। আমি একজন ইসলাম ধর্ম অনুসারি, আমি আমার ইসলামিক চেতনা থেকে বলছি আবারও- আল্লাহ যেন উনাদের হেদায়েত করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।