আমাদের কথা খুঁজে নিন

   

ইশকুলের যন্ত্রণা

নাদিয়া জামান ভোরবেলার এই যন্ত্রণা তো লাগছে না আর ভালো ছোট্ট খোকা ভাবছে বসে মুখটি করে কালো ব্যাগ কাঁধে নাও,দুধ টুকু খাও রোজ সকালের রুটিন মা যদি ভাই বুঝত এটা মানা কতো কঠিন । ছাতার মাথা তারপরও তো ইশকুলে হয় যেতে বেতের বারি, স্যারের বকা সব কিছু হয় খেতে । স্যারের মাথায় বুদ্ধি ভীষণ বলবো কি আর ভাই যেই পড়াটা হয়নি করা ধরবে শুধুই তাই । তখন কি আর খোকার বলো করার কিছুই থাকে কানটা ধরে দাঁড়াতে হয় মেইন দরজার ফাঁকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।