কবিতা, কলাম, গল্প, ব্যক্তিগত কথামালা
ছড়াটি আজকের কাগজের 'সুবর্ণসভা'য় 15 শ্রাবষ/30 জুলাই তারিখে প্রকাশিত। লিংক: Click This Link
ইশকুলের ডায়রি
অ ব নি অ না র্য
হোমওয়ার্ক করে নাই
পড়াটাও শেখে নাই
পাচ্ছে যে কী ভীষণ কান্না।
"হাঁদারাম, ধর্ কান"
সেও পাজি শয়তান
আসলে যা ধরেছে তা কান না।
কানের লতির নিচে
আঙুল বাঁকিয়ে মিছে
মাথা নিচু করে আছে মান্না।
কান ধরা না হলেও
স্যারকে ফাঁকি দিলেও
এইটা কি খুব অপমান না!
অনুতাপে জল আসে
চোখ বেয়ে মুখ ভাসে
স্যার কি এসব টের পান না?
জানালার ফাঁক দিয়ে
ইরেজার হাতে নিয়ে
কাঁদোকাঁদো 'খ' শাখার পান্না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।