গান গাই, আর মনরে বুঝাই শুভ সকাল সবাইকে। ছুটির দিনে আবারও আসলাম জালাতে আজকে ২ টি ধাধা, একটা সোজা আর একটা ... একটু মাথা খাটাতে হবে। তাহলে নেমে পরুন সবাই। ১. ২৫ টি বল। এর মধ্যে ২২ টির ওজন একই। বাকি ৩ টির ওজন একটু হালকা কিন্তু এদের তিন জনের ওজনও আবার একই। আপনাকে একটি দাড়িপাল্লা [খেয়াল করুন, বাটখারা কিন্তু দেইনি] দেয়া হলো। এটি কমপক্ষে কতবার ব্যবহার করে আপনি আমাকে ৬ টি একই ওজনের বল দিতে পারবেন? ২. ক্রিকেট খেলায় আমরা দেখেছি কয়েন দিয়ে টস করা হয়. এই কয়েন গুলোতে হেড উঠার চান্স ৫০ পার্সেন্ট আবার টেল উঠার চান্স ও ৫০ পার্সেন্ট. ফলে টসে কোনো পক্ষপাতিত্ব হয়না. মনে করুন আপনি ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল টস পরিচালনা করছেন. কিন্তু সমস্যা হচ্ছে আপনার কয়েনটি পক্ষপাতদুষ্ট, অর্থাৎ এই কয়েন এ হেড উঠার চান্স এবং টেল উঠার চান্স সমান সমান নয়. আপনার কাছে অন্য কোনো কয়েন ও নেই. আপনি এই কয়েনটি দিয়ে কিভাবে সুষ্ঠ ভাবে টস পরিচালনা করবেন? চলুন দেখা যাক কে আজ সর্বপ্রথম ধাধা দুটোর সমাধান দিতে পারেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।