সামু কি ছিল, আর কি হয়ে গেল ! ফেসবুকে রেডিও সার্কেলের ব্যানারে এক ফটোগ্রাফী কন্টেস্ট চলতেছে, সবাই মনেহয় দেখে ফেলছেন অলরেডী। যারা দেখেন নাই, এখানে ক্লিক করেন । আর যারা দেখছেন ৫টা করে ফটো দিয়া আইসেন, উইনারকে নাকি একটা ডিএসএলআর দিবে।
আমি অবশ্য রেডিও সার্কেল বা এদের কাউকেই চিনি না, তবে সুন্দর একটা ফটো গ্যালারী অলরেডী ওখানে হয়ে গেছে। ইভেন্ট পেইজে গেলে ফটোগুলা দেখতে মিস করবেন না কেউ, বেশীরভাগ ছবি দেখলেই চোখ ট্যারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এতই অসাধারন কালেকশন!
কি মনে করে আমিও পাচখানা ফটুক দিছিলাম, পরে গ্যালারী দেখে লজ্জা পাইসি আর কি।
এই চান্সে এই বোরিং পোস্টটাকে ফটোব্লগ বানায়ে ফেলি
কালারস অফ ইউথ
আর্মি স্টেডিয়ামের কোন একটা নকিয়ার কনসার্ট থেকে নেয়া, মাইলস তখন স্টেজে। ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।
শীতের সুর্য, কুয়াশা ঠেলে আলো
ছবির স্থানঃ পাবনা ক্যাডেট কলেজ, কুয়াশার শুরু তখন। ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।
একাকিত্ব
নীলগিড়ি থেকে আসার পথে তোলা ছবি, অনেক পাহাড়ের মধ্যে এই একটাই ঘর।
ক্যামেরাঃ সনি এরিকসন ডাব্লু সিরিজের এক মোবাইল।
বিশালত্বের নিচে
আমার বাসার ছাদ থেকে নেয়া ঘিঞ্জি কাঠালবাগান এলাকা, দুরের উচু বিল্ডীংটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স। শহর যতই ঘিঞ্জি হোক, বিশাল আকাশের কাছে সে আর কি! ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।
প্রার্থনা
প্রার্থনা প্রদীপ, ২০১০ এর দুর্গা পুজার সময় কোন এক মন্ডপ থেকে নেয়া। ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।
বিঃদ্রঃ ছবির নামের উপর ক্লিক করলে মনেহয় ফেসবুকের লিঙ্ক দেখাবে।
আরেকটা ইভেন্টের লিঙ্ক পাইলাম, শুধু চিটাগাং এর ছবির জন্য। চাটগাইয়া কেউ থাকলে এখানে গুতান । তবে চিটাগাং মানে কি শুধু শহর না বান্দবান খাগড়াছড়ি কক্সবাজার ধরা হবে জানি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।