শখের ফটোগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করলেও ব্লগার হিসাবে এই শুভসূচনা করলাম। মানুষ হিসাবে মানবিক গুনাবলীর প্রকাশ করতে কতটুকু পারি তা জানিনা, কিন্তু ব্লগে লিখার সময় নিজের ভাল লাগা, মন্দলাগা গুলোকে পুরোপুরি তুলে ধরতে চাই।
এইচ এস সির পর রুয়েটে ক্লাস শুরু হবার আগে বেশ কিছুদিন ফ্রি টাইম পেয়েছিলাম, তখনই ঘুরে বেড়ানোর আগ্রহের সূচনা। সে সময় উত্তরবঙ্গের অনেক জেলায় ঘুরে বেড়িয়েছি। তবে চাকরী জীবনে তার চেয়ে আরো অনেক বেশী ঘুরাঘুরি হয়েছে। ব্লগে প্রথম পোস্ট হিসাবে আমার পছন্দের কিছু ছবি সবার সাথে শেয়ার করতে চাই।
ছবিগুলো কেমন লাগলো কেউ জানাবেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।