কৃষ্ণচূড়া কখনো বিবর্ণ হয় না। ঝরে পড়ার সময় তার লাল রঙটা নিয়েই সে ঝরে পড়ে যায়। রক্তিম কৃষ্ণচূড়াও তার জন্য নির্ধারিত সময়টুকু পেরিয়ে আসার পর তার রক্তিম আভা নিয়েই ঝরে পড়ে গেছে। আর কোনও রক্তিম কৃষ্ণচূড়াকে পাওয়া যাবে না এ ঠিকানায়।
ফটোগ্রাফীর শখ অনেক ছোটবেলা থেকেই। তাই ক্যামেরা হাতে পেলেই টুকটাক কিছু ছবি তুলতে চেষ্টা করি। চলতি পথে বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি শেয়ার করতে ইচ্ছে হলো আজকে।
১. বৃষ্টিস্নাত
২. সবুজের ধূসর ছায়া
৩. ধূসর আকাশ আর বিবর্ণ কৃষ্ণচূড়া
৪. সুখনিদ্রা
৫. জীবনবিন্দু
৬. লাল সবুজের মেলা অথবা রক্তিম কৃষ্ণচূড়া
৭. আলোকের আহবানে
৮. অজানা সুন্দর
[ কৃতজ্ঞতা এক বন্ধুকে ; ৭নং ছবির ক্যাপশনটার জন্য ]
টুকটাক ফটোগ্রাফী ...-২
টুকটাক ফটোগ্রাফী-৩
টুকটাক ফটোগ্রাফী ...- ৪ (অর্কিডোগ্রাফী )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।