শেষ বিকেলের পড়ন্ত আলোতে মানুষগুলো যখন বাড়ি ফেরায় ব্যস্ত,ঠিক তখনি এই শহরের এক কোনায় চলছিলো কিছু সৃষ্টি ছড়িয়ে দেওয়ার সফল আয়োজন। হ্যা বন্ধুরা,আজ রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু'র ২য় একক "চাই তোমায়" এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেলো।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগীত শিল্পী বাপ্পা মজুমদার,সাউন্ড ইন্জিনিয়ার আজম বাবু,গীতিকার ও সুরকার জানে আলম,হাসান মতিউর রহমান ছড়াকার আমিরুল ইসলাম ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূইয়া। বাপ্পা মজুমদার তাঁর বক্তব্যে বলেন"টিপু যখন এই শহরে প্রথম আসে,ও তখন অনেক ছোট। ওর সংগীত প্রতিভা দেখে আমি বুঝেছিলাম অনেকদূর যাবে।
আমি এই এ্যালবামের সফলতা কামনা করছি। "সব শেষে ইবরার টিপু তাঁর এ্যালবাম সম্পর্কে বলেন,"২ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই এ্যালবামটি। আশা করি এ্যালবাম টি আপনাদের ভালো লাগবে। দয়া করে কেউ নকল সিডি বা ডাউনলোড করে শুনবেন না। " এক পর্যায়ে তিঁনি অনেকটা আক্ষেপের সুরেই বলেন,"আমার কম্পোজিশনে ওয়াল্ড কাপ এর সূচনা সংগীত "ও পৃথিবী" গানটি ২ মাস ধরে চেষ্টার পর আই সি সি'র কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে এই এ্যালবামে অন্তর্ভূক্ত করে ভেবেছিলাম ভালো কোনো স্পন্সর কোম্পানী সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
কিন্তু দুঃখের বিষয় কেউ এগিয়ে আসেনি। "অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত তারকা, শুভানুধ্যায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মোড়ক উন্মোচন শেষে এ্যালবামের "চাই তোমায়" গানটির মিউজিক ভিডিও বড় পর্দায় উপভোগ করেন সবাই। এরপর ইবরার টিপু তাঁর এ্যালবাম থেকে চারটি গান সকলের সামনে গেয়ে শোনান। বিদায় বেলায় তিনি আবারো সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা গানের খোজ খবর রাখতে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।