ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
শিল্পী-ইবরার টিপু
কম্পোজিশন-ইবরার টিপু
লিরিকস-সোহেল আরমান
বল মন বল,কে সুখী বল
কতোটা মেঘে,কতোটা জল?
কতোটা সুখে,কতোটা ফাগুন
কতোটা দুখে কতোটা আগুন?।।
সুখপাখী গেছে উড়ে
চেনাপথ ভুল করে
আমি একা দূরে বহুদূরে
শ্রাবন আকাশটা
অভিমানী মনটা
একনদী হলো দু'চোখে
কে যেন আমাকে
একাকী রাখে।।
নীল রাতে মেঘ এলো
তারাগুলো নিভে গেলো
আমি আজো বড় এলোমেলো
দক্ষিণা বাতাসটা
কত চেনা মুখটা
ঝড় তোলে কেন এই বুকে
কে যেন আমাকে
কাছে ডাকে।।
- লিরিকসটা খুব ভালো লাগে।আর যদি শুধু গিটারের সাথে গাওয়া হয়,তাহলে অন্যরকম লাগে........জাস্ট অন্যরকম!!!!বুঝাতে পারবো না!
লিংক-বল মন বল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।