আমি সান্তনা চাই না, সান্তনা দিতে চাই। আমি ভালবাসা চাই না ভালবাসতে চাই। ক্ষমা করলেই যেহেতু ক্ষমা পাওয়া যায় তাই মৃত্যুর মধ্য দিয়ে ফিরে পাই অনন্ত জীবন। সময় ৬ জুন ২০১১, ১০:৫am
দৃশ্যপট:১। পপ সম্রাট আযম খানকে জাতির শেষ শ্রদ্ধা।
* কেন্দ্রীয় শহীদ মিনারে গুরুর কফিন রাখা হয়েছে। লোকজন কফিনে ফুল রেখে এক নজর দেখে লাইন ধরে সামনে আগাচ্ছে। একটা লোক প্রত্যেকেরই হাতের কবজি ধরে টানছে। মাইকে বারবার এনাউন্স হচ্ছে কেউ মোবাইল দিয়ে ছবি তুলবেন না, যদিও ভিডিও ক্যামেরাওয়ালারাই ভীড় করছে বেশি। সেটা কোন কথা নয়, কথা হচ্ছে এই যে খবরের শিরোনাম ‘শেষ শ্রদ্ধা’, কথাটার মানে আসলে কি? এই যে ফুল হাতে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে জনতা, এখানেই শ্রদ্ধার ইতি?
দৃশ্যপট:২।
হরতাল পরিবেশ বান্ধব বিধায়, পরিবেশ দিবসে হরতাল ডাকায় খালেদাকে অভিনন্দন জানিয়েছে হাসিনা।
দৃশ্যপট:৩। শাবনূর কি দেশে ফিরেছে?
* পত্রিকায় খবরটি দেখার সময় ফেসবুকে একজনকে কৌতুকচ্ছলে জিজ্ঞেস করলাম ‘শাবনুর কি দেশে ফিরেছে?’ উত্তর শুনে মজা পেয়ে পরে অনেককেই জিজ্ঞেস করলাম, এবং স্টেটাসও দিলাম। কয়েকটি চ্যাট এর উত্তর এবং কমেন্ট এর নমুনাঃ
মন্তব্য১। বুঝলাম না কথাগুলো।
মন্তব্য২। এইটা আবার কি নিউজ।
মন্তব্য৩। নাহ তেনার নাকি এলার্জি হইছে, ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশনের পর আসবে।
মন্তব্য৪। আপনি নায়িকা শাবনূরের কথা বলছেন?
মন্তব্য৫। শাবনূর নানী কোথায় গেছে?
- শুনলাম অস্ট্রেলিয়ায় গিয়ে আর দেশে ফিরছে না।
- অস্ট্রেলিয়ার গমের দাম কম, তাই গম খেয়ে যদি স্বাস্থ্যটা কমে, এই জন্যই ফিরছে না।
মন্তব্য৬।
আমি কি জানি, তোমার বান্ধবী তুমিই জানো।
মন্তব্য৭। মাইকেল চ্যাং এর খপ্পড়ে পড়েছে বুড়ি।
মন্তব্য৮। শাবনূর কে?
মন্তব্য৯।
না ফিরলে আপনার কি?
মন্তব্য১০। ওর তো মরে যাওয়াই উচিত ছিল, মোটা হতে হতে আর মোটা হওয়ার জায়গা রাখে নাই।
মন্তব্য১১। এসব কি ধরনের স্টেটাস?(আফ্রিকা প্রবাসী বন্ধু)
মন্তব্য১২। আগের দুইটা খবর তো বাস্তব।
শেষের টা বুঝলাম না।
মন্তব্য১৩। ছোট বোনের বাচ্ছা হবে। বাচ্ছা হওয়ার পর আসবে।
মন্তব্য১৪।
দেশের টাকা নিয়ে ভেগেছে। আবুল মাল সাহেবকে খবর দেন, কান ধরে টেনে নিয়ে আসুক।
শেষকথাঃ দেশে কি টাকা খরচের জায়গা আছে ভাই? সেটা আবুল মাল সাহেবই বলেন আর শাবনুরই বলেন। টাকা আছে, অস্ট্রেলিয়াই গিয়ে থাকবেন নাত এই ঢাকায় মরবেন। শপিং করবেন? চলে যান ইন্ডিয়া।
মাথা ব্যাথা? চলে যান ব্যাংকক। বাচ্ছা হবে? চলে যান আমেরিকা। এই মরার দেশে পড়ে থেকে কি করবেন? দেশ আপনাকে কি দিয়েছে? একবার ভাবুন তো আসলেই কি দেশ কিছু দেয়নি?
মোদ্দাকথাঃ আপনারা কেউ কখনো শাবনূর কে খুজতে গুগল ব্যবহার করেন নি জানি। পোস্টের প্রয়োজনে আমি সার্চ দিয়েছিলাম। আপনারাও একবার দিয়ে দেখতে পারেন, “শাবনুর দেশে ফিরেছেন” লিখে, তবে শাবনূর বানানে ন এর নিচে ঊ-কার দেবেন ভুল করে যদি উ-কার দেন তাহলে রেজাল্ট আসবে শেখ হাসিনা দেশে ফিরেছেন।
হাহাহাহা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।