আমাদের কথা খুঁজে নিন

   

অস্বস্তিকর নাম ও আমার কথোপকথন

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয় ওয়াল টাইলস আমি সাধারনতঃ কোনো দোকান বা প্রতিস্ঠানে ফোন করলে তার নাম ধরেই জানতে চাই আমি কি ঠিক জায়গায় ফোন করেছি কি না ! একটু আগে বেশ কয়েকটা ক্যাশমেমো নিয়ে ফোনের সামনে বসলাম অর্ডার দেয়া জিনিসগুলো ঠিক মত আগামী কাল সাপ্লাই দিতে পারবে কি না জানার জন্য। টাইলস ও স্যানিটারি ফিটিংসের দোকান 'হ্যালো' ! "হ্যালো" ! টাইল্স ওয়ার্ল্ড' ! "জী" । ' আচ্ছা এত নং অর্ডার, কাল দেয়ার কথা, রেডী আছে তো ' ? "জী আপনি দুপুরের পরে আসলেই পাবেন"। 'আচ্ছা ধন্যবাদ'। মার্বেলের দোকান 'হ্যালো মার্বেল ডি কারারা' ? "জী মার্বেল ডি কারারা "।

'আমার এত স্কয়ার ফিট মার্বেল স্ল্যাব, মেমো নং এত, রেডী' ? "জী আপা কাল পাবেন"। 'আচ্ছা'। এরপর আরো তিন চার দোকানে ফোন করার পর আসলো ডেকোরেশন টাইলসের দোকান। 'হ্যালো' আমি বল্লাম। "হ্যালো",দোকান মালিকের উত্তর।

'প্রিয়তমা' আমার প্রশ্ন? দোকান মালিক যার সাথে টাইলস কেনার সময় অনেক কথা হয়েছে, থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বল্লো, "জী প্রি প্রিয়তমা"। যার মুখে খই ফুটে সেই আমার মুখ দিয়েও আর কথা বের হয়না। একটু সময় নিয়ে অপ্রস্তত হয়ে জিজ্ঞেস করলাম ; 'আআমার এএত নং অঅর্ডার স্প্যানিশ ওয়াল টা টাইলস সে সে গুলো কি রেডি' ? "জী রে রেডী কাল কে ই পে পেয়ে যাবেন তবে পরশু সসকালে আসলে ভা ভালো হতো"। 'আচ্ছা খো খোদা হাফেয আমার হাসবেন্ডের সাথে ককথা বলেন'। দোকানের নাম এরকম প্রিয়তমা রাখার কারণ খুজতে খুজতে ফোনটা স্বামীর হাতে দিয়ে বল্লাম, 'এবার তুমি কথা বলো,ওদের তো বৃহস্পতিবার দেয়ার কথা'!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।