রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... শ্রদ্ধেয় কর্তৃপক্ষ
শুভেচ্ছা। প্রথমেই অনেক ধন্যবাদ যে এত সুন্দর সাবলীল একটি ব্লগসাইট তৈরী করার জন্য। খুব সহজেই এখানে লেখা যায়, পড়া যায়, ছবি সংযুক্ত করা যায়, ব্রাউজ করা যায় এবং দেখতেও দৃষ্টিনন্দন। মান সম্পন্ন এই ব্লগের ঠিকানা কাউকে দিতেও কুন্ঠিত হতে হয় না। গর্বিত মনে বলা যায় ব্লগিং ঠিকানা।
ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আমি কয়েক বার আপনাদের ইমেইলে মেইল করেছি, বলেছি আমার ব্লগ ব্যবহারের মেয়াদ প্রায় ৩ সপ্তাহের অধিক হতে চলল আমাকে প্রথম পাতায় ঠাঁই দিন। কিন্তু কোন সাড়াই পাচ্ছি না। তাছাড়া আমার নিকেও শুরুতেই সমস্যা হয়েছে, 'এস জে রতন'-এর স্থলে 'এস েজ রতন' হয়েছে। এটা আমার প্রোফাইলে ঢুকে কোন ভাবেই সমাধান করা সম্ভব না, তা আপনাদের নিয়মের মধ্যেই পেয়েছি। আপনাদের কাছে মেইল করা ছাড়া এটা ঠিক করা যাবে না।
তাই প্রথম পাতায় ঠাঁই দেন আর নাই বা দেন। অন্ততঃ নিকটা ঠিক করে তো দেন। যাতে করে এতটুকু বুঝি যে আপনারা মেইলের উত্তর করেন। দীর্ঘজীবী হোক এই সামহোয়্যার ব্লগ।
এস জে রতন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।