Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!
কর্তৃপক্ষের এবং সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলাদেশে, মাত্র গতকালই, ইসলাম ধর্মের অনুসারী এদেশের শতকরা ৮৭% মুসলিমের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা সরকারী ছুটির দিন উদযাপন করা হলো। তা থেকে ধরে নেয়া যায় যে, সরকার সংখ্যাগরিষ্ট জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। আমরা তাই নীচের:
somewhereinblog.net/blog/ibrahim_azhary/29209942
পোস্টে দেয়া আরিফুর রহমান ও -ছন্নছাড়া- নিকের দু'টো মন্তব্যে ইসলামের নবীর (সা.) চরম অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এব্যাপারে দেশের প্রকাশনা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন জানাচ্ছি। একই সঙ্গে আমরা somewhereinblog কর্তৃপক্ষকে উক্ত দু'টি নিককে ব্যান করার আবেদন জানাচ্ছি।
মত প্রকাশের স্বাধীনতা মানে সংখ্যাগরিষ্ট মানুষের প্রাণপ্রিয় নবীর (সা.) নামে যা তা মন্তব্য করার অধিকার নয় - আশাকরি কর্তৃপক্ষ ব্যাপারটা খেয়াল করবেন।
দেখার সুবিধার জন্য নীচে মন্তব্য দু'টো তুলে দিলাম:
১)আরিফুর রহমান বলেছেন: আমি মনে করি:
আললা বিষয়টা মোহাম্মদের একটা বুজরুকি।
ছিটগ্রস্থ মোহাম্মদ তার হ্যালুসিনেশনের সময় মনে করতো জিব্রাইল আইছে, তাই সে আললার কাল্পনিক কাহিনী বানায়ে ধর্ম তৈরি করেছে, নাম দিয়েছে ইজলাম।
এই হলো আল্লা বিষয়ে আসল কাহিনী।
২)-ছন্নছাড়া- বলেছেন: এই বিশ্ব মোহাম্মাদকে একটা সময়ে ঘৃণা করবে, তার নাম শুনলে থুতু ছিটাবে, ঠিক এখন আমরা হিটলারকে দেখলে যা করি।
কুরআন হাদিস মানব সভ্যতার জন্য বড় রকমের একটা হুমকি, এগুলোর আবিষ্কারক মোহাম্মদ প্রতারণা আর মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করার জন্যে ইতিহাসের নিকৃষ্ট মানুষ রূপে আখ্যা পাবেন একটা সময়।
ব্লগের সকল মুসলিম ভাইবোনদের স্মরণ করিয়ে দিতে চাই যে, নবীর(সা.) বিরুদ্ধে এধরনের মন্তব্যের প্রতিবাদ করা তাদের ঈমানী দায়িত্ব!! তাদেরকে আরো স্মরণ করিয়ে দিচ্ছি যে, এই ব্লগে "কথাচ্ছলে মহাভারত"-কে কেউ কটাক্ষ না করলেও, ইসলামের নবীকে কিভাবে অপমান করা হয় - এবং আমরা গবাদি পশুর মত চুপ চাপ তা চেয়ে চেয়ে দেখি!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।