যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি ১৬ - ১৭ কোটি মানুষের দেশে যুদ্ধাপরাধী কতজন ? ১% ? ১৬ লাখ ? : মনে হয় না । .০১% ? ১৬ হাজার ? : হতে পারে । আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারী লোক দেশে কত জন? ১% ? ১৬ লাখ ? : মনে হয় না । .০১% ? ১৬ হাজার ? : হতে পারে । এই .০১ + .০১ = .০২% এর জন্য পরা জাতি আজ বিক্ষুব্ধ, বিব্রত, বিপর্যস্ত, পরষ্পর মুকোমুখি সংঘাতে লিপ্ত, কেন? এদের উগ্র সমর্থক কতজন ? ১% + ১% = ২% ? ১৬ লাখ + ১৬ লাখ = ৩২ লাখ ? এর বেশী কখনই না। মাত্র এই কটা লোকের জন্য কেন এত সংঘাত হরতাল? এদের কে আইন করে দেশ থেকে বের করে দেয়া যায় না ??? ( যদি এদের বিচার করা এতই কঠিন হয়ে থাকে ) আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই। শান্তিতে থাকতে চাই । দেশে বসবাসের সুস্হ পরিবেশ চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।