আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : ভবঘুরের গোল্ডফিশ মেমরিকে আমার পক্ষ হতে খানিকটা ঘষা মাজা

এখনই, নয়তো কখনই নয়...।

আপনার এই লেখাটা পড়ে বুঝলাম কেন আর্মিরা আপনাদের ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেয়। ৭৫ এর আগে রক্ষীবাহিনীর হাতে সাধারন মানুষ মড়লে আর সিরাজ শিকদার পুলিশ হেফাজতে প্রান হারালে আপনাদের গায়ে লাগে না। গাজী গোলাম মোস্তফার ছেলেদের মেজর ডালিমের বউয়ের সাথে অশ্লীল আচরন, তারপর জাতির পিতার কাছে মেজর ডালিমের বিচার চাইতে গিয়ে উল্টো চাকরী খোয়ানো। এসব তো আপনার মনে থাকে না কারন জাতির পিতার আমল তো।

৭৫ আর ৮১ সালে যে অসংখ্য জীবন অকালে ঝরে গিয়েছিলো তার ৮০% ই আর্মি সদস্য যারা কিনা আপনাদের ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেয়। তাদের জন্য আপনার মায়া কান্নার হেতু কি, বোঝা গেলো না। খন্দকার মোশতাকের নির্দেশে আর্মিরা হত্যা করলো চার নেতাকে আর আপনি বেমালুম চেপে গেলেন খন্দকার মোশতাকের ভূমিকা। জিয়া ক্ষমতা দখল করলে সেটা অবৈধ হয় আর খ. মো. দখল করলে সেটা ভুলে যান, ঐ রাজাকারটা আপনার কি লাগে? আর্মিরা দূর্নীতি তো একা করে নাই। রাজনীতিবিদ আর বেসামরিক আমলাদের (মানে সচিব প্রজাতির মানুষরা আরকি) নিয়েই করেছে।

আর বলির পাঠা বানালেন আর্মিদের..। ব্লাডি সিভিলিয়ানরা ধোয়া তুলসি পাতা আরকি.... আনসারদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য অসংখ্যবার ফাইল পাঠানো হয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কিন্তু আমাদের সচিবরা সেটা কোনভাবেই accept করলেন না বিদ্রোহের ঘটনা ঘটা পর্যন্ত। সেই একই ঘটনার পুনরাব্‌ত্তি হলো বি. ডি. আর এর বিদ্রোহের বেলায়ও। ব্লাডিটা আসলে কে? আর্মি নাকি সিভিলিয়ান? ড ও এইচ সের জমি তো সস্তা হবেই কারন সরকারি জমি দাম মাত্রই নামমাত্র মূল্যের। মইন ইউ আহমেদের ক্ষমতা দখল করেননি, আপনারা ব্লাডি সিভিলিয়ানরাই ওনাকে আমন্ত্রনা করে এনেছেন আপনাদের ব্যর্থতা সামলানোর জন্য।

আর এখন বলছেন উনি অবৈধভাবে....। নেমক হারামি আর কাকে বলে, কত প্রকার ও কি কি? মইন ইউ আহমেদ ক্ষমতার দায়ভার না নিলে জল আরো ঘোলা হতো। তাতে কি আপনি আরো বেশি লাভবান হতেন? ঐ রকম অরাজক পরিস্থিতিতে একজন দেশপ্রেমিক নাগরিক যা করতেন মইন ইউ আহমেদ তাই করেছেন। সিডরের মতো প্রাকৃতিক দূর্যোগ সামলানোর মতো ক্ষমতা কি বেসামরিক প্রশাসন প্রমান করতে পেরেছে, আজ পর্যন্ত? যে গরুর দুধ খান আবার সে গরুকে লাথিও মারেন। মিলিটারিতে সরকারের খরচা ৫৮৫৮ কোটি টাকা , যা হলো আমাদের জি ডি পি র ১.১% মাত্র এবং আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে (নেপাল, ভুটান আর মালদ্বীপ ছাড়া) সবচেয়ে কম।

আপনি দয়া করে বাংলাদেশে এমন একটা খাত বলেন যেখানে অন্তত বরাদ্দের ৭০% সঠিকভাবে ব্যয় করা হয়। এরকম আরো অনেক কিছুই বলা যায়। বললাম না কারন আপনার মেমরি গোল্ডফিশের চাইতেও খারাপ, আপনার সুবিধা মতো আপনি কিছু মনে রাখবেন তো কিছু মনে রাখবেন না। আমাদের আর্মি অফিসাররা এদেশেরই মানুষ, বাঙ্গালী। ব্লাডি সিভিলিয়ানদের মধ্য থেকেই উঠে আসা মানুষ।

এরা কোন না কোন ব্লাডি সিভিলিয়ানদের বাবা, কিংবা ভাই অথবা বোন। তো এদের গালি দেয়া মানে শূন্যে থুতু দেয়া, আর শূন্যে থুতু দিলে তা কোথায় পড়ে তা নিশ্চয় আপনাকে ভেঙ্গে বলতে হবে না, আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.