আমাদের কথা খুঁজে নিন

   

বাদলও দিনের প্রথমও কদম ও ফুল.....(টিউট)

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... উপকরণ : দুই কালার উল (আমি নিয়েছি হলুদ আর সাদা- কদম ফুলের কালারের উল পাইনি), শক্ত কাগজ, ব্লেড, কাচি আর তার । ১। প্রথমে শক্ত কাগজ নিয়ে গোল করে কাটতে হবে দুটি গোল কাগজ কেটে তার মাঝে আবার গোল ছিদ্র করে কাটতে হবে । নিচের চিত্রের মত... ২। তারপর কাগজ দুইটা একসাথে করে করে দুই কালার উল এক করে গোল কাগজটিকে পেচাতে হবে ।

শক্ত করে পেচাতে হবে । নিচের চিত্রের মত- ৩। উল টাইট করে পেচাতে পেচাতে অনেক বড় করতে হবে । মাঝখানের ছিদ্রটি একেবারে বরাট হয়ে যাবে । নিচের চিত্রের মত- ৪।

পেচানো শেষ হলে ব্লেড দিয়ে মাঝখান দিয়ে কাটতে হবে । নিচের চিত্রের মত- ৫। সম্পূর্ণ কাটা হলে নিচের ছবির মত দেখা যাবে । কাগজগুলোও দেখা যাবে । তারপর তার দিয়ে শক্ত করে ধরে কাগজগুলো কেটে ফেলতে হবে ।

আমার কাছে শক্ত তার ছিল না তাই নরম তার দিয়ে বেধেছি । ৬। শক্ত করে বাধার পর দেখুন কত সুন্দর কদম ফুল হয়ে গেল । ৭। আমি কয়েকটি ফুল বানিয়ে একত্রে রেখেছি ।

গাছের পাতা কাপড় দিয়ে তৈরী করা যায় । কিন্তু আমার কাছে প্লাস্টিকের ফুলের পাতা ছিল তাই দিয়ে কদম ফুলের পাতা দিয়ে দিয়েছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।