অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি
বাদলকে আমার চন্দ্রমানব বলে মনে হয় আর মন খারাপ হলে তাকে
ডেকে বলি,বাদল,আর কতক্ষণ!স্পেসস্যুট খুলে রেখে বাদল তখন
বোতলবন্দি চাঁদ হাতে আমার সামনে এসে দাঁড়ায়-শ্রাবণ নামে...
শুনেছি দেবতারা রোদে হেঁটে গেলে মেঘও তাদের মাথার ওপর
ছড়াতো পেলব ছায়া, অভিবাসী মেঘেদের ডেকে এনে জানিয়েছি
আমারও আকাঙ্ক্ষা হয় এই ভরা রোদনের দিনে
তাই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানে শুয়ে নক্ষত্রের গতিবিধি
দেখতে দেখতে বাদলকে আমার চাই!
নীল আর্মস্ট্রং, যিনি চন্দ্রজয়ী-
চন্দ্রবক্ষে যার হাতে উড়েছিল মার্কিন পতাকা
ভাবি, তাহারও প্রতিভা ম্লান হয়ে যাবে
বাদল দাঁড়ালে এসে-এমত বিশ্বাসে
চাঁদের শেষকৃত্যে উপহারসামগ্রীসমেত পাঠিয়েছি বাদলকে
ঝিরিঝিরি শূন্যতা পোষাকে মোড়া ওকে দেখে
কেন যে আমার কেবলই চন্দ্রমানব বলে মনে হয় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।