আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাগভর্তি ড্যান ব্রাউন...

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক ড্যান ব্রাউনকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। প্রকাশের পর পরই এই ভদ্রলোকের বইগুলো বাই ডিফল্ট নিউইয়র্ক টাইম বেস্ট সেলারের #১ উঠে থাকে।

টানটান উত্তেজনায় ভরপুর ড্যান ব্রাউনের লেখা ৫টি উপন্যাসের প্যাক- ডাউনলোড লিঙ্ক সাইজঃ ৬ মেগাবাইট ড্যান ব্রাউনের উপন্যাসের মধ্যে "ডিজিটাল ফরট্রেস" ছাড়া বাকি চারটা পড়েছি। সবচেয়ে ভালো লেগেছে "দ্য দা ভিঞ্চি কোড"। একই নায়ক রবার্ট ল্যংডনকে নিয়ে লেখা "অ্যাঞ্জেল্‌স অ্যান্ড ডেমন্‌স"- ও ভালো লেগেছে। এই দুই বইয়ের গল্প নিয়ে মুভিও তৈরী হয়েছে। "ডিসেপশন পয়েন্ট" বইটা পড়ে শেষ করার জন্য সারারাত জেগে কাটিয়েছিলাম; শেষ না করে ওঠাই মুশকিল আর সবশেষে বের হল দ্য লস্ট সিম্বল।

বইটা নিয়ে এখানে বিস্তারিত রিভিউ পাবেন। চাইলে বাতিঘর প্রকাশনীর বাংলায় অনুবাদ করা ভার্সনও কিনতে পারেন। তবে অনুবাদের মান তেমন একটা ভালো না হওয়ায় মূল মজাটা পাওয়া যাবেনা। তাই পরামর্শ থাকবে ইংলিশটাই পড়ার। উপরে পিডিএফ কালেকশনের লিঙ্ক তো দিয়েই দিলাম।

যারা পিডিএফ পড়তে অসুবিধা বোধ করেন নীলক্ষেতে গেলেই হার্ডকপি কিনতে পারবেন। হ্যাপি বুক রিডিং! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।