আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাগভর্তি ফেন্সিডিলসহ বিচারক(সিনিয়র সহকারী জজ ) গ্রেপ্তার ( এরাই করে বিচার )

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে। ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক সিনিয়র সহকারী জজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জাবেদ ইমাম নামে ওই বিচারককে নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাছাড়া তার সঙ্গে একটি গুলিভর্তি পিস্তলও ছিল।

রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয় এই বিচারককে। তিনি বলেন, যশোর থেকে ফেন্সিডিল নিয়ে মাইক্রোবাস চালিয়ে তিনি ঢাকা এসেছেন। তার এক আত্মীয় ঢাকায় লিংকন নামে এক ব্যক্তির কাছে এসব ফেন্সিডিল পৌঁছে দিতে বলেছিল। ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। সম্প্রতি যশোর থেকে তাকে ভোলা বদলি করা হয়েছিল।

৮ নভেম্বর নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর ছুটিতে রয়েছেন বলে দাবি করেন তিনি। জাবেদ ইমাম জানান, এক লাখ টাকার বিনিময়ে এসব ফেন্সিডিল তার পৌঁছে দেয়ার কথা ছিল। সঙ্গে থাকা পিস্তলটির লাইসেন্স রয়েছে। ফেন্সিডিল পরিবহনের কাজ আগে কখনো করেননি বলেও দাবি করেন এই বিচারক। রমনা বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলাম জানান, জাবেদের কাছ থেকে ফেন্সিডিল ও গুলিভর্তি পিস্তল ছাড়াও কয়েকটি চিরকুট পাওয়া গেছে।

এসব চিরকুটে ১০০০x ৩৪০, ৭০০x ৩৭০, ৮০০x ৩৭০ লেখা ছিল। “এ থেকে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে করে তিনি উদ্ধারকৃত ফেন্সিডিলের বাইরে আরো ফেন্সিডিল নিয়ে এসেছিলেন, যা অন্য কোথাও পৌঁছে দিয়ে থাকতে পারেন। ” ---বিডিনিউজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।