আমাদের কথা খুঁজে নিন

   

ঢামেকে ব্যাগভর্তি ওষুধসহ আটক ৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে সিলগালা ওষুধ পাচারের সময় তিনজনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ব্যাগভর্তি ওষুধসহ তিনজনকে আটক করে ঢামেক আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন- মো. জসিম (৩৩), মো. রফিবুল ইসলাম (৪৫) ও সাগর (১৯)। আটকদের পর তিনজনকে ঢামেক পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি করা ওষুধের বাজার মূল্য ৭ থেকে ১০ হাজার টাকার মতো। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।