আমাদের কথা খুঁজে নিন

   

বুর্জোয়া সংবিধানের সংশোধন? নাকি সমাজতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রণয়ন?

যেহেতু, বাঙলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন একটি বুর্জোয়া রাষ্ট্র; বাঙলাদেশের শাসকশ্রেণী বুর্জোয়াশ্রেণী এবং সরকার বুর্জোয়া সরকার। বাঙলাদেশে সমাজের উৎপাদন ব্যবস্থা পুঁজিবাদী এবং বাঙলাদেশের সমাজ পুঁজিবাদী সমাজ। বাঙলাদেশের সমাজের বুর্জোয়া গণতান্ত্রিক পরিবর্তন প্রধানতঃ পরিসমাপ্ত। সেহেতু, বাঙলাদেশে অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য বিদ্যমান বুর্জোয়া সংবিধানের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রণয়ন করা। কোন কারণেই বিদ্যমান বুর্জোয়া সংবিধান সংশোধন করা অথবা বাহাত্তরের বুর্জোয়া সংবিধান প্রতিষ্ঠা করা বাঙলাদেশে অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য হতে পারে না।

শ্রেণীচরিত্রের দিক থেকে বুর্জোয়া সংবিধান মূলতঃ শোষণমূলক ব্যক্তিমালিকানা ভিত্তিক। বুর্জোয়া সংবিধান মূলতঃ বৃহৎ কৃষিভূমি, শিল্প কারখানা, ব্যাংক, বীমা ও আবাসনে ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠার আইনগত দলিল। বুর্জোয়া সংবিধান বস্তুতঃ বুর্জোয়াশ্রেণীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক শ্রেণীস্বার্থ রক্ষা করে। বুর্জোয়া সংবিধান বুর্জোয়াশ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার রাজনৈতিক দলিল। শ্রেণীচরিত্রের দিক থেকে সমাজতান্ত্রিক সংবিধান মূলতঃ শোষণমুক্ত রাষ্ট্রীয় মালিকানা, যৌথ মালিকানা ও যৌথ উৎপাদন ভিত্তিক।

সমাজতান্ত্রিক সংবিধান বৃহৎ কৃষিভূমি, শিল্প কারখানা, ব্যাংক, বীমা ও আবাসন রাষ্ট্রীয়করণ বা জাতীয়করণ করার আইনগত দলিল। সমাজতান্ত্রিক সংবিধান মূলতঃ শ্রমিকশ্রেণী ও গরীব কৃষকের স্বার্থ রক্ষা করে। সমাজতান্ত্রিক সংবিধান শ্রমিকশ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার রাজনৈতিক দলিল। তত্ত্বগত বিচারে, বাঙলাদেশে বুর্জোয়া সংবিধানের সংশোধনের পথ কমিউনিস্ট আন্দোলনে বস্তুতঃ সংস্কারবাদী পথ বুর্জোয়া লেজুড়বৃত্তির পথ। বাঙলাদেশে বুর্জোয়া সংবিধানের গুণগত বিপরীত নয়া গণতান্ত্রিক সংবিধান বা জনগণতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রণয়নের পথ।

বস্তুতঃ কমিউনিস্ট আন্দোলনে নৈরাজ্যবাদী পথ গণবিচ্ছিন্নতার পথ। বাঙলাদেশের অগ্রসর কমিউনিস্টদের কর্তব্য বুর্জোয়া সংবিধানের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রণয়ন করা। বাঙলাদেশে বিদ্যমান বুর্জোয়া সংবিধানের গুণগত বিপরীত সমাজতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম সংগঠিত করা। বাঙলাদেশে প্রধানতঃ দেশীয় পুঁজিবাদ বিরোধী এবং বুর্জোয়া রাষ্ট্র ও সরকার বিরোধী সংগ্রাম গড়ে তোলা। পাশাপাশি সাম্রাজ্যবাদ ও ধর্মীয় মৌলবাদ বিরোধী সংগ্রাম সংগঠিত করা।

তারিখঃ ২৯.০৪.২০১১ আইউব রেজা চৌধুর View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।