আমাদের কথা খুঁজে নিন

   

গাছের আম

গতকাল(৩জুন ২০০১১,শুক্রবার) আমাদের এক বন্ধু আমাদেরকে খুব করে ধরলো তার নানা বাড়ীতে যাবার জন্য। বন্ধুর মন রক্ষা করার জন্য আমরা আপর দুই বন্ধু রাজী হলাম। আমাদের তিন বন্ধুর বাড়ী জেলা সদরে আর আমাদের বন্ধুর নানা বাড়ী পাশের থানায়,জেলা সদর থেকে ১৫ কিঃ মিঃ দূরে। তিন বন্ধু মটরসাইকেলে সকাল রাড়ে ১০ টায় রওনা হয়ে ১১ টার আগেই পৌছে গেলাম। নানা মামাদের সাথে দেখা করে দুপুর ১২ টার দিকে আমরা রওনা হলাম বাড়ীর উদ্দেশ্যে,যদিও মামারা দুপুরে না খেয়ে আসতে দিতে চাচ্ছিলেন না তবুও বাড়ীতে এসে জুম্মার নামায পরবো এই আশায় রওনা হলাম।

আসার আগে আমার বন্ধুর মামা তাকে তার বাড়ীর জন্য বড় বড় দুই ব্যাগ আম দিলো,আমি বন্ধুকে যতই বলি যে তুই আমের ব্যাগ দুইটা বাইকের সাথে বেধে নে সে রাজী হয় না। শেষে সে একটা ব্যগ বাইকের সাথে বেধে নিতে রাজী হল কিন্তু আর একটা বাগ নিলো হাতে ঝুলিয়ে। মামার বাড়ী থেকে কিছু দূরেই আমার ভার্সিটির এক বান্ধবীর বাড়ী,তার বাড়ীতে কোন দিন যাওয়া হয়নি তাই আমার অপর দুই বন্ধুকে বান্ধবীর বাড়ীতে আমার সাথে যাওয়ার জন্য পিড়াপীড়ি শুরু করলাম। শেষ পর্যন্ত তারা রাজ়ী হলো। যেই বন্ধুর মামার বাড়িতে আমারা গিয়েছিলাম সেই বন্ধুকে কিছুক্ষণ পরে বললাম, “দোস্ত তুই একটা ব্যাগতো বাইকে বেধেছিস অন্যটাও বেধে নে,আম হাতে কারও বাড়ীতে যাওয়া ভাল দেখায় না।

”সে রাজী হল না ব্যাগ বাইকের গায়ে বাধতে, বললো আমি অনেক ক্ষণ ব্যাগ টেনেছি এইবার তোরা টানবি তাই বলে আমাদের অপর বন্ধুর হাতে সে ব্যগটা দিয়ে দিলো আর বললো এইবার তোদের পালা। আমাদের অপর বন্ধু আমের ব্যাগ হাতে নিয়ে দেখলাম মিটি হাসছে। সে আবার exceptional কাজের জন্য বন্ধু মহলে ব্যাপক পরিচিত। যাইহোক অনেক খোজাখুজির পর বান্ধবীর বাড়িতে পৌছে আমি বাইক থেকে নামার আগেই দেখি আমার exceptional বন্ধুটি প্রায় দৌড়দিয়ে আমার বান্ধবীর বাড়ীতে ঢুকে গেল। তারাতারি আমরা তার পিছন পিছন গেলাম,যেয়ে দেখি আমের ব্যাগটি বান্ধবির নানীর হাতে আর আমার সেই exceptional বন্ধুটি বলছে,”নানী, এইগুলো আমাদের গাছের আম,আপনার জন্য নিয়ে এলাম,অনেক মিষ্টি!” পাশের মসজিদে জুম্মার নামায পড়ে, বান্ধবীর বাড়ীতে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে তিনজন রওনা হলাম।

আমাদের আমওয়ালা বন্ধু ব্যাচারার আমও গেল ছালাও(ব্যাগ) গেল! মাঝদিয়ে অন্যের আম গিফট করে নাম কামালাম আমরা দুই বন্ধু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।