আমাদের কথা খুঁজে নিন

   

নবীজীর নিকট কবি এবং তার ঈমানি চেতনা ।

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন । ***************************************** কবি কে নবীজী আল্লাহর হস্ত উপাধি দিয়েছিলেন । **************************************** আল্লামা কবি ডঃ মোহাম্মদ মাসুদ মিয়া । একদা এক কবি ইহুদি অধ্যুষিত অঞ্চলে বাস করতেন এবং আরবের তাৎক্ষণিক বহুল আলোচিত ঘটনা সুন্দর ভাবে জনসমক্ষে প্রকাশ করতেন । এজন্য সারা আরবে ও অন্যান্য বিদেশী লোকজনের নিকট খুবই সমাদৃত ছিলেন ।

একদিন ইহুদিগন কবিকে ফুসলিয়ে নবীজীর বিরুদ্ধে কবিতা লেখালেন এবং তা জন সম্মুখে প্রচার করলে নবীজীর অনুসারি এবং যারা নবীজীকে ভালবাসতেন তারা তাকে বিদ্রুপ করল। এতে মনে মনে পন করল কে সেই ব্যক্তি যে আমার চাইতেও জন গন তারে বেশি সমিহ করে , অবশ্যই খুজ লইব । একদিন নবীজী সুললিত সুরে মদিনায় আবু আইয়ুব আনসারির গৃহে কোরআন পাট করছিলেন , এদিক দিয়ে কবি আসেন এবং কিছুক্ষন দাড়িয়ে কোরআন শুনেন । একপর্যায়ে নবীজীর সম্মুখে গিয়ে ছালাম দিলেন হে আল্লাহর বার্তা বহ এতক্ষন আপনি যা পাট করছিলেন তা এক আল্লাহ ব্যতিত আর কারও বানি হইতে পারেনা । আপনার প্রতি এতদিন আমার ভুল ধারনা ছিল ।

আপনি আমাকে এক্ষনি সুদ্ধ করে লন । আমিই সেই অধম কবি ইহুদিদের কথায় আপনার বিরুদ্ধে লিখেছিলাম । নবীজী কবিকে বুকে টেনে নিলেন এবং ইসলামের পক্ষে কবিতা লেখার জন্য তাগিদ দিলেন । কবি এমন কবিতা লিখলেন এবং তা জনসম্মুখে পাট করলেন সাথে সাথে অই দিন তার কবিতা শুনে ৩০০ মানুষ ইসলামে দিক্ষিত হয়েছিল । শুক্রবারে জুমার নামাজে কবিকে নবীজী আল্লাহর হস্ত উপাধি দেন এবং নবীজী যেথায় বসে খুতবা দিতেন সেথায় বসিয়ে সম্মানিত করেছিলেন ।

জানেন সেই উজ্জ্বল প্রদীপের কি নাম জানা থাকলে আমার সন্দেহ দূর করুন । . ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.