আমাদের কথা খুঁজে নিন

   

সকালে উদ্বোধন বিকালেই Could not locate remote server

"হার্টলেছ" আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালাইজড্ বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সরকারী ক্রয়ে স্বচ্ছতা আনায়ন কল্পে সকালে ই-প্রক্রিউরমেন্ট ওয়েব সাইটটি উদ্ধোধন করেন (টেন্ডারবাজী করতে হইলে ডিজিটালাইজড্ টেন্ডারবাজ হইতে হবে)। কিন্তু এই মাত্র আমি ওয়েব এড্রেসটি ব্রাউজারের এড্রেসবারে টাইপ করার পর মনিটরে ভেসে উঠল Could not locate remote server কয়েকবার চেষ্টা করার পরও ফলাফল একই। হায়রে ডিজিটাল বাংলাদেশ!! প্রথম দিনেই যদি এই অবস্থা হয় তাহলে কি করে এরা অন লাইনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করবে আর সিকিউরিটি? থাক এই ব্যাপারে আর নাই বললাম। হ্যাকার ভাইয়েরাঃ এই সাইট থেকে ১০০০০০ (এক লক্ষ ) হাত দুরে থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।