অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... হাসনাহেনা ফুটলো নির্জন রাতের আধারে সুগন্ধ সুধা বিলালো যে গোপনে গোপনে, চায় সে লুকাতে থাকিতে অগোচরে ঝরে যায় তাই রাতের আধারে। হেনার মতো চাই না ক্ষণিকের সুধা সইতে পারবো না বিচ্ছেদ ব্যাথা, স্বপনের মাঝে স্বপন মূল্য অতি প্রাণের মাঝে প্রাণ পূর্ণ গতি। সঁখি দিবো না হারাতে দূরে বাধবো শক্ত করে জীবনের মাঝে, যত আশা ভালোবাসা পূর্ণতার ত্বরে বিকশিত হইবে ভাষা মুগ্ধতার মাঝে। হেনার মতো নওকো তুমি ক্ষণিকা এ জীবনের ধ্রুব সত্য তুমি অরুণিমা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।