শোন নি রূপন্তীবৃক্ষে
১.
শোন নি, রূপন্তীবৃক্ষে অরণ্য সীমান্তে
অহংকারী অন্ধকার রাত্রিকে ক’রে তোলে বিপন্ন ;
দেখো নি তুমি - অরণ্যের খেয়ালি শরীর
প্রেমিকের ব্যা কুল বাহুর মতো আমাকে ধারণ করে
রাত্রির খোয়াবী আঁধারে !
মাটি ভেবে ঢেলে দ্যায় মেঘের লুকানো
শীলাতপা বিষ;
বৃষ্টিকুমুদ বৃক্ষের ডানায় ছোঁয়ায় ঠোঁট -
জরায়ুর তন্ত্রীভেদে তার বুনো লাবণ্যশাখে
আমি এক বৃক্ষমানবী। (পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।