আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক থেকে পাওয়া ছবি - ১ । চলেন লিস্ট করি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়

সামু কি ছিল, আর কি হয়ে গেল ! এর অনেক ছবি হয়ত অনেকেই দেখে ফেলেছেন, জানি না এখানেও কেউ পোস্ট করেছেন কি না। যাউকগা, আমি তো করি, পরে দেখা যাবে। ১। ব্লু কেভ, জ্বাকিন্থোস দ্বীপ, গ্রীস - ২। প্লিটভাইস লেক, ক্রোয়েশিয়া - ৩।

রিওম্যাগিওর, ইতালী - ৪। প্রিচারস রক, প্রিকস্টোলেন, নরওয়ে - ৫। ক্যাপিলানো সাসপেন্সন ব্রিজ, ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া - ৬। মার্বেল কেভ, চিলি চিকো, চিলি - ৭। স্কাফটাফেলি, আইসল্যান্ড - ৮।

টেন পিকস ভ্যালী, মোরেন লেক, আলবার্টা, ক্যানাডা - ৯। হ্যত-নরমান্ডি, ফ্রান্স - ১০। পাহাড়ের গায়ে ঝুলন্ত রাস্তা, চীন - ১১। কাওয়াসান ঝর্না, ফিলিপাইন্স - ১২। ডার্ক গর্জ, সালজবার্গ, আস্ট্রিয়া - ১৩।

ভার্দে নদ, গুয়াদেলজারা, মেক্সিকো - ১৪। গ্রীনল্যান্ডের আইস ক্যানিয়ন - ১৫। জাপানের এক ব্যাম্বু ফরেস্ট - ১৬। স্যান্ডস্টোন ক্লিফ, জিওন ন্যাশনাল পার্ক, ইউটাহ - ১৭। সেলাল্যান্ডফাস ঝর্না, আইসল্যান্ড - ১৮।

কটর শহর, মন্টিনিগ্রো - ১৯। হান কেন কেভ, ভিয়েতনাম - ২০। লুচ্চা, ইতালী - অনেক এলাকার নাম বাংলায় ভুল হতে পারে, কারন ম্যান ইজ মরটাল। তবে ছবিগুলা কারো কাছে নতুন লাগলে আওয়াজ দিয়েন, সেকেন্ড সিক্যুয়াল দিয়ে দিব। এই রেটে দিলে মনেহয় ৪-৫ টা সিক্যুয়াল লাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.