দেশের তরে ল্যাপটপ এখন তারুণ্যের ক্রেজ। দুপা ছড়িয়ে টিএসসির সবুজ চত্বরে ল্যাপটপে কাজ করার অনুভূতিটা সত্যিই অনেক আনন্দের। বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রদের জন্য ল্যাপটপ আজ কোন বিলাসী ফ্যাশন নয় বরং এটা প্রয়োজনীয় সামগ্রী। ক্লাস প্রেজেন্টশন, তৈরী, অ্যাসাইনমেন্টের জন্য নেটে ঘাটাঘাটি অথবা জার্নাল পড়ার জন্য কম্পিউটার প্রয়োজন। আর সেটা যদি ল্যাপটপ হয় তাহলে সেটা সবচেয়ে সুবিধাজনক।
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গঠন। অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপক বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা। সে জন্য প্রয়োজন সহজলভ্য কম্পিউটার। আমাদের এ দেশের কম্পিউটার সামগ্রী প্রায় ১০০% আমদানি নির্ভর এবং বেশী দাম হওয়ার কারণে অধিকাংশ জনগণের ধরা ছোঁয়ার বাইরে। প্রতিবেশী দেশ ভারতের সরকার সে দেশের ছাত্রদের মধ্যে কমদামে ল্যাপটপ বিতরণের জন্য কেন্দ্রীয় সরকার বিশাল বাজেটের প্রকল্প নিয়েছে।
সে সময় আমাদের দেশে ল্যাপটপ এখনো ধনীর দুলালদের ফ্যাশন অনুষঙ্গ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার কোম্পানীর সাথে কারিগরী সহায়তার মাধ্যমে স্বল্পমূল্যে ল্যাপটপ নির্মাণের পরিকল্পনা করেছিল দুই বছর আগে। দায়িত্ব দেয়া হয়েছিল টেসিসকে।
সম্প্রতি টেসিস ঘোষনা দিয়েছে জুন নাগাদ স্বল্পমূল্যের ল্যাপটপ বাজারে আসবে। প্রথম পর্যায়ে বলা হয়েছিল ল্যাপটপ পাওয়া যাবে ১০ হাজার ও ১২ হাজার টাকায়।
তবে প্রধানমন্ত্রীর পরামর্শে ল্যাপটপের সংশোধিত মূল্য নির্ধারন করা হয়েছে ১৫ হাজার ও ১৮ হাজার টাকা। গুনগত মান উন্নত হওয়ায় দামটা খানিকটা বাড়ানো হয়েছে দাবী টেসিসের মহাপরিচালকের। তারপর এটা বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামের ল্যাপটপ। সবচেয়ে বড় কথা হল এটা আমাদের নিজ দেশে নির্মিত। এর মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে কম্পিউটার নির্মাতা দেশগুলোর সারিতে।
এখন সরকার যদি ছাত্রদের জন্য কিস্তিতে বিক্রি করে অথবা সরকারী ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে তাহলে সাধারন ছাত্রদের জন্য প্রকল্পমূল্যের ল্যাপটপ সহজলভ্য হবে। সরকারের এ প্রকল্প সফল হলে ডিজিটাল বাংলাদেশ গড়ায় স্বল্প মূল্যের ল্যাপটপ একটি মাইল ফলক হয়ে থাকবে।
: জাহিদুল ইসলাম সরকার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।