আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছামৃত্যু

হটকারী আত্মহনন নয় ঈশ্বর যদি থাকো করো পূরণ একটি মাত্র চাওয়া যদি পারো দাও বর ইচ্ছামৃত্যুর মহিমা । বিশ্বাস করো তুমি, হতে চাই না গাছপাথর কিংবা প্রতিদ্বন্দ্বী অনন্ত সময় তোমার - যদি বরাদ্দ করো পাখিআয়ু ক্ষোভ নেই তবুও চাই ইচ্ছামৃত্যু- গানে গানে স্বেচ্ছায় হয়ে যাব শূন্যে বিলীন। বসন্তে বসন্তেই গাঁথব মালা অমোঘ নিয়মে চাই না হতে ঝরাপাতা শেষবেলায শীতঘুম বিষণ্ন বাতাস ফুরানোর আগেই যাব চলে - হতে চাই না আমি লোলচর্ম অতীত ফসিল । ঈশ্বর যদি থাকো দাও বর ইচ্ছামৃত্যুর মহিমা গচ্ছিত রেখে যাব শুধুই আমার যৌবন অবয়ব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।