লেখালেখিই হোক আমার জীবন... আগে যখন মানুষ বাসা থেকে সকালে বের হত তখন ভাবতো ঠিকমত যেন অফিসে এবং অফিস থেকে বাসায় ফিরতে পারে। আর এখন মানুষ বের হাওয়ার সময় ভাবে বাসে উঠতে পারবেতো, সময়মত অফিসে পৌছাতে পারবেতো? পৌছাতে পারলেও বাসে কি অবস্থা হবে? প্রতিদিন একটি বিষয় সবার সামনে বারবার পরিষ্কার হয় যখন সে বাসা থেকে বের হয়। একে তো বাসে উঠা যায়না তার উপর আবার বাসে অবিরাম তর্ক শুরু হবে। একে তো প্রকৃতির বৈরিতায় প্রচন্ড গরম তার উপর আবার বাসে উঠা যায়না কিন্তু ভাড়া নিয়ে তর্ক ঠিকই চলবে।
সরকার ভাড়া বৃদ্ধি করেছে।
নূন্যতম ভাড়া নির্ধারন করেছে ৫ টাকা। মানে আগে যেখানে ভাড়া ছিল এক টাকা সেখানে এখন ভাড়া ৫ টাকা। সরকার চাইলেই ভাড়া বৃদ্ধি করতে পারে। কিন্তু একটি বিষয় অবশ্যই বিবেচ্য তা হল জনগনের কথা পূর্বে চিন্তা করা। অথচ যাদের ভোটে নির্বাচিত সরকার তাদের কথা কি আদৌ একবারও ভাবা হয়েছে? নেওয়া হয়েছে তাদের মুল্যবান মতামত?
সরকার ভাড়া বৃদ্ধি করেছে তাই সবাইকে তা মানতে হবে।
কিন্তু যে মানুষটির আয় এক টাকাও বাড়েনি তার কি হবে? তার তো খরচ বেড়ে গেল। বাস ভাড়া বেড়েছে ফলে লাভবান হচ্ছে প্রাইভেট বাস মালিকরা। কিন্তু যে দিনমজুর খাটে, যে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে তার উপার্জন কি বাড়বে? এই বাস ভাড়া বৃদ্ধির ফলে যে দ্রব্যমুল্যের দাম আরেকদফা বাড়বে তা কি আর বলার অপেক্ষা রাখে? এক্ষেত্রেও কিন্তু লস হবে সাধারন মানুষের। তাহলে জনগনের ভোটে সরকার নির্বাচিত হয়ে তাদের সর্বনাশ করাটাই কি সরকারের লক্ষ্য?
যদি একজন রিকশাচালক বলেন কাঁচামালের দাম বাড়ছে ভাড়া বাড়িয়ে দেন তাহলে কিন্তু যে কোন মানুষই তার উপর চড়াও হবে। এখন সরকারের মুল লক্ষ্য কি এটাই বড় প্রশ্ন।
সরকার কি বিশেষ শ্রেনীর স্বার্থ রক্ষা করবে নাকি সর্বসাধারনের কথাও চিন্তা করবে? সরকারের অবস্থান সবসময়ই একটি বিশেষ শ্রেনীকে সুবিধা দেওয়ার চেস্টা করছে। তাহলে জনগনের কি আদৌ কোণ দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, শুধুমাত্র লোক দেখানোর !! একটি সাধারন হিসেব এখানে দেওয়া যেতে পারে, যদি সরকার ভাড়া বৃদ্ধি করবেই তাহলে তার পুর্বে অবশ্যই সাধারনের আয় বৃদ্ধির ব্যবস্থা করার দরকার ছিল। তাতেও হয়ত দারিদ্রের উপকার হতোনা। তবু নাই মামার চেয়ে কানা মামা ঢেড় ভাল। যদি সরকার বেতনের ১০% বৃদ্ধি করতো তাহলে যার ইনকাম ২০০০, ৫০০০, ১০০০০, ২০০০০, ৫০০০০ টাকা তার বেতন বৃদ্ধি পেত যথাক্রমে ২০০,৫০০,১০০০,২০০০,৫০০০ টাকা ।
বাস ভাড়া কিন্তু যার উপার্জন কম তার জন্য কম নয়। কিন্তু যারা চাকরি করেনা, বেকার তাদের কি অবস্থা একবার ভাবুনতো । সরকার কি তাদের জন্য কিছু করছে? তাহলে মুলত ভাড়া বৃদ্ধিতে লাভবান হচ্ছে উপরের শ্রেনীর মানুষজনই।
আল্লাহ না করুক, জানিনা রমজান মাসে কি অবস্থা হবে ! তবে সরকারের সাধারন মানুষের কথা একটু হলেও ভাবা উচিত। কিন্তু সরকার কি তা আদৌ করে বা করবে বলে আপনার মনে হয়? যদি কিছু করত তাহলে কলেজছাত্র লিমনের বিষয়টি সরকার এভাবে রাস্ট্রপক্ষ বনাম লিমন কখনোই হতোনা।
আপনার কি মনে হয়......? আমি বুঝি কিংবা বুঝিনা তবু অসহায় আমার দু'চোখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।