সরকার নির্ধারিত বাস ভাড়া আদায়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অতিরিক্ত বাসভাড়া আদায় কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছে আদালত। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তারও কারণ জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে স্বরাষ্ট্র সচিব এবং যোগাযোগ সচিবের প্রতি রুলনিশি জারি করেছে আদালত।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে মামলাটি দায়ের করেন এডভোকেট মনজিল মোরসেদ। রিটে সরকার নির্ধারিত বাসভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় বন্ধে নির্দেশনা প্রার্থনা করা হয়।
আদালত যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৭ সদস্যের মনিটরিং কমিটি গঠন, ভাড়া আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বর্ধিত ভাড়া আদায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। একই সাথে যাত্রীবাহী বাস এবং কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রতি মাসে আদালতে প্রতিবেদন দাখিলের জন্যও সংশ্লিষ্টদের বলা হয়েছে।
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।