আমাদের কথা খুঁজে নিন

   

খালেদাকে হানিফ মধ্যবর্তী নির্বাচনের জন্য বিদেশে ধরনা দিয়ে লাভ হবে না

সমকাল প্রতিবেদক------- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণের ওপর আস্থা হারিয়ে মধ্যবর্তী নির্বাচনের জন্য খালেদা জিয়া এখন বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছেন। এতে লাভ হবে না। দেশের জনগণ না চাইলে বিদেশিরা তাদের ক্ষমতায় আনতে পারবে না। মাহবুব-উল আলম হানিফ গতকাল শনিবার রাজধানীর রমনায় সড়ক ও জনপদ অধিদফতর মিলনায়তনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন জনগণ তাদের আর চায় না।

এ জন্যই ক্ষমতায় যেতে তিনি আমেরিকা ও যুক্তরাজ্যে গিয়ে বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছেন। তার মনে রাখা উচিত. বিদেশিরা নয়, এ দেশের ক্ষমতার মালিক জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উল্লেখ করে হানিফ বলেন, ফখরুল সাহেব অভিযোগ করছেন জিয়া পরিবারকে নিঃশেষ করতেই নাকি খালেদা জিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে সরকার মামলা দিয়েছে। অথচ প্রতিটি মামলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা। তাহলে আমেরিকা ও সিঙ্গাপুর সরকার তারেক-কোকোর বিরুদ্ধে যে মামলা করেছে, সেগুলোও কী রাজনৈতিক কারণে? মাহবুবউল আলম হানিফের আগে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান।

সংগঠনের সভাপতি হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ইসরাফিল আলম এমপি, গোলাম কিবরিয়া দুলাল, হেদায়েত হোসেন, সফিউদ্দিন খালাসি ও রেজাউল মোস্তফা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.