আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে কি চায়?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আচ্ছা বলুনতো ভাইয়েরা আমাদের দেশের যারা বর্তমানে বস্তাপচাঁ ও হাইব্রিড রাজনীতিবিদ। তারা আসলে কি চায়? আমরা সাধারণ জনগণ আসলে কি শ্রোতা,দর্শক,একজন নিবেদিত বা অসহায় ভোটার,ফুটবল নাকি ভুদাই শ্রেনীর ? আমাদের দেশের কিছু বস্তাপচাঁ ও হাইব্রিড রাজনীতিবিদরা এমনকি দলীয় প্রধানরা নিজেদের দলের নীতি বা মতামতকে সবচেয়ে সঠিক বলে দাবী করে প্রকাশ্যে বা গোপনে দেশে-বিদেশে একে অন্যের নিন্দা, গীবত,পরচর্চায় লিপ্ত এবং এই পরনিন্দা, গীবত,পরচর্চা বর্জন না করে প্রতিদিন দৈনিক পত্রিকার সাংবাদিকরা ও দেশের এক ডজন টেলিভিশন চ্যানেল ঘন্টায় ঘন্টায় তা প্রকাশ ও প্রচারনায় ব্যস্ত। যা দেখে মনে হয় দেশে আর কোন সমস্যা নেই বা থাকলেও হয়তো সেগুলি বিবেচনা প্রসূত নয় যেন এমনি এমনি সমাধান হয়ে যাবে। বিপক্ষ দলের মন্ডুপাত করা আর আমাদের সুস্হ ও শিক্ষিত মানসিকতাকে সরাসরি ও যে কোনো উপায়ে দু'ভাগে বিভক্ত করার নীতিই যেন তাদের রাজনীতির মূল উদ্দেশ্য। নামে বা মূখে আমরা মুসলমান বা মানুষ বলে দাবী করি।

ইহাই কি আমাদের মুসলমানের বা একজন মানুষের পরিচয় যে সু্যোগ বা মাইক পেলেই বিপক্ষের নিন্দায় লিপ্ত হব?সত্যি দেখলে খুবই দূ:খ লাগে। এখন প্রশ্ন হচ্ছে আসলে আমরা এগুলি কি পছন্দ করি নাকি এই সমস্ত ব্যক্তিদের এক বাক্যে ঘৃণা করা উচিত? কেউতো আমরা অবশ্যই এগুলি পছন্দ করি তা নাহলে কেন এদের পিছনে থেকে সমর্থন ও হাততালি দেই, তেল মারি বা বিপক্ষ দল ও নিজ দলের সহিত ক্ষীণ স্বার্থের কারনে এদেরই মদদে অল্পতেই সংঘর্ষে লিপ্ত হই বা হত্যা করি। তাদের উদ্দেশ্য ও যোগ্যতার ব্যাপারে আমার সন্দেহ আছে। আবার অনেকে আমরা নিজেদের সততা,সৎনীতি,সুশিক্ষা আর ব্যক্তিত্বের মানদন্ড দিয়ে এদের ঘৃণা করি। কিন্তু আমাদের এই ঘৃণা কি এদের চামড়া বা কর্ণকে স্পর্শ করে? তাহলে কেন আমরা কিছুই করতে পারি না? উপায় কি? নাকি একজন অসৎ লোকের ক্ষমতা একজন সৎলোকের চেয়ে অনেক বেশী বা শক্তিশালী?আপনাদের কাছে প্রশ্ন রইলো।

বর্তমানে বি,এন,পি ক্ষমতায় যেতে মরিয়া.... নাকি আওয়ামীলীগ ক্ষমতায় টিকিয়ে মেয়াদ পূর্ণ করতে মরিয়া.... বলুনতো কোন দল আসলে সঠিক পথে আছে কিংবা কোন দল আমাদের আলোর পথ দেখাবে? আসলে সবই ক্ষমতা দখলের পায়তারা। আমরা হচ্ছি বোকার হদ্দ এবং ফুটবল আর গণতন্ত্র হচ্ছে বার পোষ্ট এটা তারা বুঝে গেছে। তাই যেই আসুক না কেন আমাদের লাথি মেরেই গোল করবে। একসময় আমাদের (ফুটবলের) বাতাস ফুরিয়ে যাবে। আবার পাচঁ বছর পর ফুটবলের ভিতরে বাতাস ভরবে জোরে লাথি মারার জন্য।

বি:দ্র: ইহা কোনো রাজনৈতিক পোষ্ট নয়। মনের দূ:খের পোষ্ট। কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.