আমাদের কথা খুঁজে নিন

   

বলুন গুরুজী

I am a disciplined man ! বলুন গুরু, এবার মোরা মানুষ হই কি করে ? -বাছা তোরা যা, মানুষের দ্বারে দ্বারে ‘মানুষ হইতে চাই’ এই কথা নিয়ে। বলুন গুরু, জীবনের স্বাদ পাই কী কাজের মাঝে? -শুনে র্ভৎসনা কিবা তোষামোদ নাহি যদি পাস মান বা আমোদ তবে তুই পাবি জীবনের বোধ! বলুন গুরু, জগৎবাসীর হই প্রিয় কি উপায়ে? -সেবা কর তারে হাতে ধরে ধরে যে যাচেনা কভু ভুবন মাঝারে। বলুন গুরু, ভব সংসারে ব্যক্তিত্ব কারে কয়? -করে যে সলা বিজ্ঞের সনে ভাবেনা কিছু একা মনে মনে নিজ কুক্ষণে রয় সদা ধীর মন্ত্রণা করি কাম করে স্থির। বলুন গুরু, সুখী হতে চাই কী করিব আমি আজো বুঝি নাই। -হও যদি তুমি সাদা বা সরল গু’টি কয়েকের বেশী না হয় সম্বল আজীবন রবে সুখ সুশীতল।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.