আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে নেটবুকে উইন্ডোস ৭ ইনস্টল দিব ?

যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !! আমার ফুফু-র একটা নেটবুক( SAMSUNG NP-N141 Model ) এ উইন্ডোস দিতে হবে কিন্তু সিডি রোম ছাড়া আমি এর আগে সেটআপ দেইনি । আমার যেটুকু টেকি নলেজ আছে তাতে আমার মনে হয় আমি এই কাজটা পেন ড্রাইভ দিয়ে করতে পারব কিন্তু আমি এই রিস্ক নিতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু পরামর্শের প্রয়োজন মনে করলাম। কেউ যদি এই মডেলের BIOS এ কিভাবে সেটিং দিব যাতে পেনড্রাইভ দিয়ে উইন্ডোস দিতে পারি জানা থাকলে জানাবেন কারন এইটার বায়স আবার একটু অন্য কায়দার। কেননা পরে যদি ঠিক মত দিতে না পারি তবে আম ও যাবে ছালা ও যাবে। যদি সহজ ভাবে ব্যাখ্যা করার মত হয় তবে জানাবেন। টেকি হেল্পের অপেক্ষায়। ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.