আমাদের কথা খুঁজে নিন

   

শোষিতের ডিগবাজি

আমরা সাধারণত চলমান সঙ্কটময় পরিস্থিতির জন্য সব সময় শাষকশ্রেণীকে দোষারোপ করি , আর এই দোষ তো তাদের জন্য শিরোধার্য সে বিষয়ে কোন সন্দেহ নাই কিন্তু এটাও ঠিক যে কোন দেশের শাসক শ্রেণীর চরিত্র দেখে সে দেশের জণগণের চরিত্র টের পাওয়া যায়, কারণ সে শাসক শ্রেণী সে দেশের অধিকাংশ জণগণের প্রচ্ছন্ন ও অপ্রচ্ছন্ন সমর্থনে ক্ষমতায় আসীন হয় তাহলে দেখা যাচ্ছে চলমান সঙ্কটময় পরিস্থিতির জন্য সবচেয়ে বেশী দায়ী সে দেশের সাধারণ জনগণ , মানে নিজেদের ভোগান্তির জন্য তারা নিজেরায় সবচেয়ে বেশী দায়ী এখন কেউ কেউ বলতে পারেন স্বৈরতন্ত্র অস্ত্রের জোরে বা মানুষের মৃত্যু ভয়কে পুজ়ি করে ক্ষমতায় আসীন হন.. তাহলে আমার প্রশ্ন হ্ল যখন আপনি জানছেন যে শুধু চোর নয় বরং দুর্ধর্ষ ডাকাতেরা আপনার ঘরের চারপাশে্র অন্ধকারে ধারালো মৃত্যু নিয়ে ঘুরছে , তখন আপনি কোন দক্ষিণা বাতাসের রোমান্টিকতায় দরজা খুলে রেখে ঘুমাতে গেলেন ??????!!!!!!!!!!!! জনগণ নিজেই তার ভোগান্তির জন্য সিংহভাগ দায়ী... আর শাসকরা সেই ভোগান্তি কার্য সুচারুভাবে বাস্তবায়নের জন্য, জণগণের রক্তের বেতন ভোগী মুখপাত্র  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।