নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক গণতন্ত্রের বিষমন্ত্র থেমোনা বন্ধু, যাও এগিয়ে যাও সব হাহাকার পেছনে ফেলে সম্মুখে তোমার আশার প্রদীপ জ্বলে..................... অন্ধকারে নতুন সূর্যোদয়, সেতো আর ক্ষনিকের অপেক্ষা নেই আর কোন হারাবার শঙ্কা........................ গণতন্ত্রবিরোধী মিছিলে এবার তুমি-আমি বেয়নেটধারী সৈনিক বুলেটের জন্য পেতে রেখেছি এই বুক........................... গণতন্ত্রে মুক্তি মেলেনি, মিলবেনা কোনদিন তাই গণতন্ত্র নিপাত যাক, পরিবারতন্ত্র মুক্তি পাক। (দুই নেত্রীকে উৎসর্গ করলাম) ********* দেশকে ভালোবেসে লিখলাম। গণতন্ত্রকে ভালোবেসে লিখলাম।এই গণতন্ত্র চাইনি। যেখানে লিমনদের পা হারাতে হয়। কোন বিচার মিলেনা। মানুষের পর মানুষ লাশের মিছিলে নাম লেখায়। বিনিময়ে কি পেলাম? বোধশক্তিহীনতা? দেখেও,এড়িয়ে যাবার তাড়া?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।