আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ আজ কি খাইয়া মাঠে নামছে’রে !

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । বাংলাদেশ আজকে নিখুত টেস্ট টিমের খেলেছে । আজকের খেলার সবচেয়ে মারাত্বক যে পরিবর্তনটা দেখলাম তা হলো আশরাফুলের অমন ব্যাটিং ! ওর ব্যাটিং দেখে মনেই হয়নি যে অনেকদিন পর দলে ফিরল, বরং মনে হলে যেন কোন মাস্টার-ব্লাস্টার তার নিত্যদিনের খেলা চালিয়ে যাচ্ছে ! আশরাফুল’ত গেল মুশফিক কি করল ! অসাম ব্যাটিং । আজ মোটামুটি দলের খেলা দেখে খুবই ফুরফুরে লাগছে, অনেকদিন আগের একটি ঘটনা মনে পড়ে গেল । যা আপনাদের সাথে শেয়ার করতে চাই । আইসিসিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার পরের ঘটনা । আমরা’ত রঙ-টঙ মাখামাখি করে হুলুস্থুল উপভোগ করেছিলাম । তখন আমাদের দৈাড়াদৈাড়ি ছিল লাস্ট রানটা নেওয়ার পরে শান্ত যেভাবে দৈাড়াইছিল ঠিক ওইরকম....এমনই এক দৈাড় শেষে পথে একজনের সাথে দেখা, তার সাথে কথোপকেতনের যতটুকু মনে আছে তা নিচে লিখার চেষ্ঠা করেছি..দেখেন । ইয়াহু, আমরা জিতছি ! বাংলাদেশ জিতছে ! কি জিতছে, কে জিতছে ? বাংলাদেশ, বাংলাদেশ ওয়ার্ল্ডকাপে চলে গেছে...ইয়াহু..। হাসতে হাসতে, যাহ ! তা কয় গোলে জিতছে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.