আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি জমিতে সাংসদ রনির দোতলা বাড়ি

সরকারি জমি এক বছরের জন্য বন্দোবস্ত নিয়ে শর্ত ভঙ্গ করে দোতলা পাকা বাড়ি করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনি। এরপর সেই বন্দোবস্ত আর নবায়নও করেননি। অবৈধভাবে দখলে রাখা ওই জমির ওপর তৈরি বাড়িতে বসবাস করছে তাঁর পরিবার। স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের যে জমিতে সাংসদ গোলাম মাওলার দোতলা বাসভবনটি অবস্থিত, সেখানকার দুই শতাংশ জমি সাংসদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে একসনা বন্দোবস্ত দেওয়া হয়। ভূমি কার্যালয়ের অকৃষি খাসজমি বন্দোবস্তসংক্রান্ত রেজিস্টারে দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরে উলানিয়া মৌজার এক নম্বর খাস খতিয়ানের ৩১৪/১৬ নম্বর দাগে গোলাম মাওলার নামে আধা শতাংশ, তাঁর স্ত্রী কামরুননাহারের নামে আধা শতাংশ, ৩১৪/১৬ এও ২/৫৪ নম্বর দাগে গোলাম মাওলার বাবা সামসুদ্দিন মুন্সির নামে আধা শতাংশ এবং মা মনোয়ারা বেগমের নামে আধা শতাংশ জমি একসনা বন্দোবস্ত দেওয়া হয়।

২০০৭-০৮ অর্থবছরে ওই দুই শতাংশ জমির বন্দোবস্ত নেওয়া হলেও এরপর আর তা নবায়ন করা হয়নি। তবে নাম প্রকাশ না করার অনুরোধ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গোলাম মাওলা দুই শতক জমি বন্দোবস্ত নিলেও তিনি মোট ২২ শতাংশ সরকারি খাসজমি দখল করে আছেন।  সরেজমিনে দেখা যায়, প্রায় তিন শতক জমির ওপর ভবনটি রাস্তার দিকে দক্ষিণমুখী করে বানানো। বাড়ির পেছনে উত্তর দিকে একটি খাল। ভবনের পূর্ব ও উত্তরে খালের দিকে খালি জায়গা আছে।

বাকি জায়গায় কোনো স্থাপনা নেই, তবে কিছু গাছপালা আছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.