প্রিয় আশরাফুল,
অভিনন্দন তোমাকে। অনেকদিন পর আবার দেখলাম ক্লাস কাকে বলে ! অনেক তোমারে অনেক গালি দিসিল। কম বেইজ্জতি করে নাই। আজকে তারা সবাই তোমারে নিয়ে আবার নাচন দিবে। সব পত্রিকায় একদম হেডলাইন।
বুঝলা কিছু ? এরা ভাল খেলোয়ার এর দাম দিতে জানে না ; জানে শুধু রানের দাম দিতে ! তোমারে ভালবাসেনা ; ভালবাসে তোমার রান রে !
আমি কিন্তু কখনো তোমারে গালি দি নাই, ভরসা হারাই নাই। তোমার খারাপ ফর্মের জন্য দায়ী তো আমরা আর ক্রিকেট বোর্ড। যখন তোমার ব্যাট থেকে বাংলাদেশের বড় বড় জয়গুলো আসছিল তখন তোমার সামান্য খারাপ খেলায় তোমারে গালি দিয়া ধুয়া ফেলসে। তোমার উপর মানসিক চাপ দিসে। ক্রিকেট বোর্ড তোমার ব্যাটিং অর্ডার পরিবর্তন করে দিসে।
তুমি যে তোমার মত করে খেলবা সে সুযোগ আমরা কেউ তোমারে দি নাই। খেলোয়াড়ের মর্যাদা আমরা দিতে জানি না। এই যে এখন সাকিব এর এত কদর; আমার এখনো মনে আছে কিছু বছর আগেও ফেবু পাবলিক সাকিব রে সবজি বাজার আর মাছ বাজারে বসাইয়া ব্যঙ্গ করসে।
যাই হোক; আজকে তোমাকে অভিনন্দন। অনেকদিন পর দেখলাম।
আমি এখনো যখন ইউটিউবে তোমার আগের খেলাগুলো দেখি তখন ভাবি বাংলাদেশে এইরকম ক্লাস ব্যাটসম্যান একটাও নাই। এবং এখনো কেউ নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।