আমি একজন মুসলিম এবং বাংলাদেশের নাগরিক হিসাবে গর্বিত। আমি আমার দেশের বাহাদুর সৈনিকদের কে নিয়ে গর্ব করি। আমার মামা একজন সাদারণ সৈন্য তার কথা মনে পড়ে গেল তাই আজকে আর্মি সম্পরকে লিখতেছি । হয়ত আমি এইটা লিখার যোগ্য নয়, তবুও লিখছি। একটা ঘটনা আপনাদের সাথে সেয়ার করি।
সালাউদ্দিন আয়ুবীর কথা হয়ত সবারই কোম বেশি জানা আছে। তিনি ছিলেন মিশরের একজন সুদক্ষ সেনাপতি ছিলেন । ক্রুসেডার যুদ্ধে যখন বৃটিশ সেনাপতি অসুস্থ ছিলেন । তখন একটা মজার ঘটনা ঘটে । সালাউদ্দিন আয়ুবী ব্যাক্তগতভাবে একজন চিকিৎসক ছিলেন।
তিনি যখন শুনলে তার শত্র অসুস্থ তখন তিনি ছদ্ধবেশে বৃটিশ সেনাপতির কাছে গেলেন এবং তার রোগের কথা জিজ্ঞেষ করলেন। বৃটিশ সেনাপতি তার রোগের কথা সব খুলে বললেন । তখন সালাউদ্দিন আয়ুবী তার রোগের সমস্যা টা ধরতে পারলেন । এবং এর সমাধান দিয়ে দিলেন। রোগ যখন সেরে গেল তখন বৃটিশ সেনাপতি জিজ্ঞেস করলেন আপনি কে? তখন তিনি মুচকি হেসে বললেন আমি তোমার সালাউদ্দিন আয়ুবী।
তখন সেই সেনাপতি তাকে গ্রেট সালাউদ্দিন উপাধি দিলেন । এই ছিল আমাদের মুসলিম আর্মি চরিত্র। আজকের আর্মি দেখে আমার চোখে পানি এসে যায় । একদিন সেই সালাউদ্দিন আয়ুবীর মত সৈনিকের মত বাহাদুর সৈন্য অভাব। তবুও বলব ধন্য আমি ধন্য বাংলাদেশে আমার জন্ম) ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।