আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআর এবং আর্মি

জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই।

প্রথম আলো লিখেছে মেজর জেনারেল শাকিল বলেছে বিডিআর জওয়ান দের - দরবার হলে জওয়ানদের কোন পয়েন্ট নাই তারা কোন কথা বলতে পারবে না। এবং শাকিল বলেছেন জওয়ানদের কোয়াটার গার্ড এ নিয়েযেতে। তখনই বেপরওয়া হয়ে কয়েকজন জওয়ান তাকে গুলি করাহয়। তাহলে প্রশ্ন হল জওয়ানরা এতটা বেপরওয়া কি শুধু বেতন ও রেশন নাকি অনয কিছু? না কি প্রতিশোধ নিয়েছে তাদের উপর কোন অতযাচার এর? কেণইবা তারা লুট এবং বাসভবন পুড়িয়েদিল? জওয়ানরা কি প্রথম দিনেই এ বিদ্রোহ বা ধ্বংস যজ্ঞ চালাতে বযথর্ হয়েছে।

সরকার এর গোয়েন্দা বিভাগ কি অন্ধ? জওয়ানরা তো আর্মিদের জিম্মি করেও তাদের দাবি পেশ করতে পারত। কেন তারা প্রায় শতাধিক সেনাকে হতযা করল। সাধারন মানুষই বা কেন দুটি ভাগে বিভক্ত হল। এ ক্ষতি তো আমাদের ভাইদের। আমরা চাইনা সরকার কারো পক্ষ নিক।

নিরপেক্ষ ভাবে বিচার হোক। বেরিয়ে আসুক প্রকৃত সতয।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.