আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালীর আর্মি বিদ্বেষ

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

গতকাল ঘটনার শুরু থেকে এই পর্যন্ত টানা কম্পিউটারের সামনে বসে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজে তেমন মন দিতে পারিনি... ঘটনা পর্যবেক্ষন করছিলাম। দুপুরের পর কাজে একটু মন দিতে পেরেছি.. পাশাপাশি টিভিতে খবর দেখছিলাম.. অনলাইন আপডেট খুঁজছিলাম এবং ব্লগে পরিস্থিতি পর্যবেক্ষন করছিলাম। পুরো বিষয়টিতে একটি ব্যপার খুব প্রকট ভাবে ফুটে ওঠেছে। যেকোন কারণেই হোক বেশীর ভাগ মানুষ দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর মুন্ডুপাত করছে।

বিডিআর এর জওয়ানদের সেনা বাহিনী বিষয়ক বক্তব্য (যেগুলোর বেশীর ভাগই আমার কাছে ভূয়া মনে হয়েছে) ও বাতাসে ভেসে আসা সেনাবাহিনীর বিরুদ্ধে হওয়া গুজবে কান দিয়ে সবাই উত্তেজিত। একই জনতা আবার বিডিআর এর বিষয়ে সৃষ্ট গুজবকে সহজে বিশ্বাস করতে চাইছিলো না। অনেকের ভাব দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিলো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়া বিডিআর সদস্যদের বক্তব্য আনন্দিত। সেনাবাহিনী নিয়ে অনেক স্টেরিওটাইপড বক্তব্যেও বাংলা ব্লগগুলো ভরপুর হয়ে গেল। সবকিছুর মূলে আছে সেনাবাহিনীর বিরুদ্ধে বেশীর ভাগ মানুষের মনে পুষে রাখা বিদ্বেষ! এই বিদ্বেষের কারণ কী? পৃথিবীর আর কোন স্বাধীন দেশের জনগণ তাদের সেনাবাহিনীকে এতটা ঘৃনা করে কিনা আমার জানা নেই।

জানি না কেন আমাদের দেশের এই অবস্থা। আমি বলছি না যে সেনাবাহিনীর সবাই ধোয়া তুলসি পাতা... কিন্তু সবকিছুরই তো একটা সীমা আছে। এই দেশে সেনাবাহিনীর বিরুদ্ধে পলিটিক্যাল লিডার হতে শুরু করে মিডিয়া পর্যন্ত নেতিবাচক প্রচারনা চালিয়ে যাচ্ছে আর জনগণ তাদের বিবেচনা শক্তি ব্যবহার না করে সেগুলো বিশ্বাস করে বসছে। শুধু তাই নয়, কেউ কেউ সেসবে আরো রং চড়িয়ে নতুন নতুন কথা ছড়াচ্ছে যা সত্যিই দু:খজনক। যাই হোক, এই পোস্টটা অনেকটা আমার নিজের জন্য করা।

গত ১৭-১৮ ঘন্টায় ইন্টারনেটে বিভিন্ন সাইটে দেখা সেনা বিদ্বেষমূলক বক্তব্য ও এর পেছনের কারণ হিসেবে তারা কি উল্লেখ করছে সেগুলো নিয়ে একটু গবেষণা করার ইচ্ছে। বক্তব্যগুলো সব সেভ করে রেখেছি। ধীরে ধীরে একটু একটু করে পোস্টে যুক্ত করবো। আপাতত ঘুমাতে যাই... ... সবাই ভাল থাকুন। --- বি:দ্র: যাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে প্রচুর পরিমানে ক্ষোভ রয়েছে তারা এখানে চাইলে ক্ষোভের কারণগুলো তুলে ধরতে পারেন।

বেশীর ভাগ মন্তব্যে বুঝা গিয়েছে ক্ষোভ আছে... কেন আছে সেটা বুঝা যায়নি। সেটা বুঝার চেষ্টা করার জন্যই পোস্টটা দিয়েছি... (আপডেট হবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।