আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাওয়া 'উইনিং'



একটা সময় বাংলাদেশে ব্যান্ড সংগীতের গণজোয়ার এসেছিল। যেমন- গান করলেই ব্যান্ড করতে হবে। তার ভীড়ে অনেক নিম্নমানের ব্যান্ড যেরকম হয়েছিল তেমন কালজয়ী কিছু ব্যান্ডও হয়েছিল, যাদের গান এখনো হৃদয় ছুয়ে যায়। তেমন একটি ব্যান্ড ছিল 'উইনিং'। আধারে তুমি পূর্ণিমা চাদ, হৃদয় জুড়ে যত ভালবাসা, মন কি যে চায় বল ইত্যাদি গান আজো সংগীতপ্রেমিরা উপভোগ করে।

উইনিং এর এ্যালবাম বের হয়েছিল দুইটি: একটি নিজস্ব নামে, অন্যটির নাম 'অচেনা শহর'। এছাড়া ভোকাল চন্দন বেশকিছু মিক্সড এ্যালবামে গান করেছিলেন। 'ক্ষমা' এ্যালবামের 'ছোট ছোট ভুল' কিংবা 'একই বৃন্তে' এ্যালবামের 'ইচ্ছে করে বৃষ্টিটাকে' গানগুলোর কথা কি ভোলা যায়? চন্দনের মিষ্টি কন্ঠে গানগুলো পেত এক অন্যরকম মাধুর্য। হায়! সেরকম মিষ্টি কণ্ঠ এখন ব্যান্ড সংগীতে বিরল। এক সময় চন্দন বিদেশে পাড়ি জমান, ভেঙে যায় উইনিং, বঞ্চিত হই আমরা সংগীত প্রেমিরা।

ব্যান্ডের অন্য সদস্যরা আবিদুর রেজা জুয়েলকে নিয়ে ব্যান্ড পূণর্গঠণ করতে চেয়েছিলেন। জনপ্রিয় গানগুলো নিয়ে একটি লাইভ এ্যালবামও বের করেছিলেন কিন্তু শ্রোতারা বোধহয় চন্দনবিহীন উইনিং মেনে নিতে পারেনি তাই সে উদ্যোগ থেমে গেছে। ওদিকে চন্দনও বিদেশ থেকে বের করলেন 'প্রবাসে উইনিং' নামক এ্যালবাম। ভাঙা কাচ আর জোড়া লাগলো না। বিভিন্ন সময়ে উইনিং এর যারা সদস্য ছিলেন তাদের মধ্যে টিপু বর্তমানে আছেন ওয়ারফেজ ব্যান্ডে, সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত হয়েছেন ইমরান আহমেদ চৌধুরি মবিন, হায়দার হোসেন বর্তমানে একক ক্যারিয়ার গড়ে জনপ্রিয় আর চন্দন প্রবাসে।

যারা ব্যান্ড সংগীত নিয়ে কটুকথা বলে থাকেন তাদের জন্য উইনিং ছিল একটি জবাব। বর্তমানে ব্যান্ড সংগীতের ক্রান্তিকালে কি হবে সেই জবাব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।