আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি (আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি)

অবাক পৃথিবী! অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।

আমরা সবাই কমবেশি হিন্দি গান শুনি। আর যারা একটু খোঁজ খবর রাখেন তারা তো জানেনই, বলিউড মিডিয়ার চোখে বলিউডের মিউজিশিয়ানরা তো সব এক এক জন মেধার খনি। প্রতি সপ্তাহে নতুন নতুন মুভি আর নতুন সব সুপার হিট গান। কিছু কিছু মুভিতো শুধু গানের জন্য সুপার হিট।

মেধাবি মিউজিশিয়ানদের তারিফ করতেই হয়। কিন্তু মেধাবি এই মিউজিশিয়ানদের মেধার আসল খনি কি জানেনঃ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিডেলিস্ট, কোরিয়ান, পাকিস্তান ও পশ্চিমা মিউজিক। এই সব গান থেকে কখন সুর, কখন লিরিক্স চুরি করে তৈরি হচ্ছে সব জনপ্রিও হিন্দি গান। আর বিনিময়ে তারা হয়ে উঠছে উপমহাদেশের বিখ্যাত মিউজিশিয়ান আর বলিউড প্রাপ্ত নানান ভারী ভারী খেতাব। এবার আসুন কিছু জনপ্রিও হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনিঃ ১. Race মুভির আতিফ আসলামের গানের কথা মনে আছে।

তাহলে এই গান শুনুনঃ ২.আসুন Murder মুভির গান শুনিঃ ৩.Zeher মুভির “আগার তুম মিল যাওঃ ৪.Doom এর “দিল বলে সাক দুমঃ ৫.Doom যেই মুভির গান দিয়েই মুভি হিট,“দুম মাচালেঃ ৬.২০১০ এর সুপার আইটেম গান; মুন্নির বদ নামঃ ৭. Bhool Bhulaiyaa মুভির “হারে রাম হারে রামঃ ৮.Gangster মুভির গানঃ ৯.মুন্না ভাই ২ এর: Pal Pal Har Pal: এরকম আরও অনেক অনেক গান আছে। যাদের নেটের স্পীড কম তারা এখান থেকে ঘুরে আসতে পারেন । www.itwofs.com এখানে ডান পাশের মিউজিশিয়ানদের নাম সিলেক্ট করুন আর দেখুন তাদের ম্যাজিক। আর কলকাতার প্রিতম বাবুর কথা আলাদা ভাবে বলতে হয়ঃ বাহ!!! তার মিউজিক প্রতিভার অসাধারন। তার সব copy cut গানের ইউটিউভের লিঙ্কের জন্য এখানে গুরে আসুন।

এখন এগুলো copy বলব নাকি Inspiration বলব, প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.