শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
শূন্য আরণ্যক, ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০৬
..........................................................ভালো আছি ভালো থেকো .. আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি .....
বাউলের এই মনটারে ..।
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছোটবেলায় শোনা গান .... টুকরা টাকরা মনে পড়লো
কারো কাছে গান দুইটার লিংকটা আছে ?
ব্যান্ডের নাম তীর্থক ~
বিনিময়ে কোন গানের খোজ থাকলে বের করার চেষ্টা করব ~~
___________________________
জয়িতা | জুন ২১, ২০১০ - ২:০৬ অপরাহ্ন
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো...
এই গানটা দিয়েই বোধ হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নাম জেনেছি। তারপর কবিতা পড়া এবং তারঁ সম্পর্কে টুকিটাকি জানা। কবি হিসেবে আমার পছন্দের ।
অকালেই চলে গেলেন বলে আমরা বঞ্চিত হলাম। তাঁর আত্নার শান্তি হোক। .........................................................।
___________________________________________
আমার তখন পেশাগত জটিলতায় ভরা সময়। একদিন একা মেসে বসে আছি।
রবীন্দ্রনাথের কবিতা যপছি (যা সে ক্ষণে, সে স্থানে এক্কেবারে বৈসদৃশ্য)
"যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে
সব সংগিত ঈংগিতে গেছে থামিয়া........."
...। । "......আমি এট্টা গান শিখেছি..." উচ্চ শিক্ষার্থে ঢাকায় থাকা আমার সবচে' প্রিয় জন (সেই সময়ের), আমার আত্মজ অমির গলা, "শুনতে ছাও?"
ওর কথা তখনো ফোটেনি ভালভাবে।
আমি হ্যা বোধক হতেই তার আবদার "তালে এখন থেকে মযা করতে হবে"।
এটা এক ভয়ংকর বিপদ সেই সময়ে।
ও মজা করা শুরু করে এবং নিরবিচ্ছিন্ন মজা করতে চায়। হায় তখন ও যদি জানতো মজা হতে হতে কোন না কোন সময় সেই মজার শেষ হতেই হয়!
সে সময়ে সেটা তার অজানা থাকাতেই , মজা শেষ হবার পর তার গগণ বিদারী চিৎকার "আর মযা হচ্ছে না কেন"?
'এই অত্যাচারে আমি ও ওর মা অতিষ্ঠ থাকতাম তখন প্রায়ই। ...............।
......আমি প্রমাদ গুনলাম...আচ্ছা বাবা করবো মজা। কথা মাটিতে পড়তে না পড়তেই ও শুরু করলঃ "ভালো আছি ভালো থেকো...।
।
সেটা ছিল রুদ্রের গানের সাথে আমার প্রথম দেখা। তাকে ততদিন পর্যন্ত অতি বলিষ্ঠ কবি বলেই জানতাম।
__________________________________
_________________________________
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
--যেমন কথা তেমনিই সুর।
মশিঊর মামার সৌজন্যেঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।