জনপ্রিয় ইন্টারনেট টেলিফোন সেবা 'স্কাইপ' কিনে নিচ্ছে মাইক্রোসফট। ইতিমধ্যে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত আলোচনাও হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। স্কাইপ বিক্রির আলোচনায় অংশগ্রহণকারীর বরাত দিয়ে দৈনিকটি আরো জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে স্কাইপের চুক্তি খুবই দ্রুত সম্পন্ন হবে। আর স্কাইপকে নিজের করে নিতে মাইক্রোসফটের ব্যয় হবে ৭০০ থেকে ৮০০ কোটি ডলার। ২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপের মাধ্যমে ইন্টারনেটে বিনা মূল্যে টেলিফোন করা সম্ভব। আর বিশ্বের মোট আন্তর্জাতিক টেলিফোন কলের প্রায় ২৪.৭ শতাংশই রয়েছে প্রতিষ্ঠানটির দখলে, যার মধ্যে ৪০ শতাংশই ভিডিও কল।
বেশ কিছুদিন ধরে স্কাইপ বিক্রির কথা শোনা গেলেও এ বছরের জানুয়ারিতে 'কিউআইকে' নামের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান কেনার পরিকল্পনা করেছিল স্কাইপ। প্রতিষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের সঙ্গে স্মার্টফোনে ভিডিও স্ট্রিমিং সেবা দিয়ে থাকে। এ কারণে ধারণা করা হচ্ছে, স্মার্টফোনবাজারে নিজেদের সেবার পরিধি বাড়াতেই স্কাইপ কেনার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।