অনেক সত্য আছে যা বলা যায়না মুখ বুজে সহ্য করতে হয়
বিশ্বজুড়ে তোলপাড় করা 'অপারেশন অ্যাবোটাবাদের' গোপনীয়তা এতই প্রকট ছিল যে এর কিছুই জানতেন না মার্কিন 'ফার্স্ট লেডি' মিশেল ওবামা। সম্প্রতি এক ঘণ্টার এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযানের গোপনীয়তা ঠিক কোন পর্যায়ে ছিল, তা বোঝাতে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এই তথ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অ্যাবোটাবাদের ওই রহস্যময় বাড়িটিতে ওসামা বিন লাদেন সত্যি আছেন কি-না এ নিয়ে শতভাগ নিশ্চিত ছিল না হোয়াইট হাউস। সাক্ষাৎকারে ওবামা খোলাখুলি বলেছেন ওই বাড়িতে লাদেন আছে এমন নিশ্চয়তা ছিল মাত্র ৫৫ শতাংশ।
ফলে আকাশ পথে এই অভিযানের ক্ষেত্রে সেদিন যথেষ্ট ঝুঁকি নিতে হয়েছিল বলেও দাবি করেন ওবামা।
অ্যাবোটাবাদে অভিযান চালানোর খবরটি ঘনিষ্ঠদের মধ্যেও গোপন রাখা হয়েছিল বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কেবলমাত্র হোয়াইট হাউসের দুই চারজনকে কী ঘটতে চলেছে সে বিষয়ে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছিল। আর এই দুই চারজনের তালিকায় ছিলেন না স্বয়ং ওবামার স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। দীর্ঘ সাক্ষাৎকারে ওবামা জানান ওসামাকে পাওয়ার জন্য সবকিছু করতেই তৈরি ছিল তার প্রশাসন।
প্রয়োজন মনে হয়নি বলেই মিশেল এ সম্পর্কে কিছু জানতে পারেননি। অভিযান সফল হওয়ার পরপরই অবশ্য সব জানতে পেরেছিলেন মার্কিন ফার্স্ট লেডি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।