আমাদের কথা খুঁজে নিন

   

‘সিরিয়ায় অভিযান হবে বৈধ’

বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার সিরিয়ায় অভিযানের বৈধতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, “সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব নিরাপত্তা পরিষদে আটকে গেলে আন্তর্জাতিক আইনের আওতায় সেখানে মানবিক বিপর্যয় রোধে যে কোনো পদক্ষেপ নেয়ার বৈধতা রয়েছে যুক্তরাজ্যের।”
গত সপ্তাহে সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ সম্পর্কে গোয়েন্দা তথ্যও এদিন প্রকাশ করে যুক্তরাজ্য।
গোয়েন্দারা জানিয়েছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন এবং এর পিছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগতদের ‘হাত রয়েছে’ বলে ধারণা করা হচ্ছে।
“এ পরিস্থিতিতে সেখানে যাতে এ ধরনের হামলা আর না ঘটে তা নিশ্চিত করার লক্ষ্যে সিরিয়ায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সামরিক অভিযান চালানো যায় এবং তা প্রয়োজনীয়, যথাযথ এবং আইনগতভাবে বৈধ হবে ”, বলা হয়েছে হামলার পক্ষে যুক্তরাজ্য সরকারের অবস্থান ব্যাখ্যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.